এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি শিবিরে এবার গোষ্ঠীদ্বন্দের কালো মেঘ, প্রবল সমালোচনা রাজনৈতিক মহলে

বিজেপি শিবিরে এবার গোষ্ঠীদ্বন্দের কালো মেঘ, প্রবল সমালোচনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করার পর থেকেই রাজ্য বিজেপি যে আত্মবিশ্বাসের তুঙ্গে বর্তমানে সে কথা বলাইবাহুল্য বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে আর বেশী দেরী নেই রাজ্য বিধানসভা নির্বাচনে। তাই ক্ষমতার বদল করার লক্ষ্যে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল আসরে নেমে পড়েছে। সম্প্রতি রাজ্য বিজেপি শিবির রাজ্যের বুকে সাংগঠনিক জোর বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে। কিন্তু তা সত্বেও কিছু কিছু জায়গায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে যে গেরুয়া শিবিরে সে কথা অনস্বীকার্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের সাথে সাথেই এবার বিজেপির দিকে অভিযোগ উঠেছে মহিলা নিগ্রহের। সেই সূত্রে কাটোয়ার এক বিজেপি নেতা এদিন পুলিশের হাতে গ্রেফতার হয় বলে জানা গেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, সোমবার চঞ্চল মন্ডল নামক এক বিজেপি নেতা কাটোয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হন দলেরই এক নেত্রীকে নিগ্রহের অভিযোগে। পরে অবশ্য তিনি জামিন পান বলে খবর। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের বিজেপির সাংগঠনিক কাঠামো জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং শাসক দলের সঙ্গে যোগাযোগ রাখার হেতু তার বিরুদ্ধে দলেরই একাংশ তুমুলভাবে সোচ্চার হয়।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার কাটোয়া শহরের কারবালাতলায় কৃষ্ণ ঘোষের বাড়ির সামনে এলাকার বেশ কিছু বিজেপি সমর্থক কর্মী একত্রিত হয়ে তীব্র বিক্ষোভ দেখায়। অন্যদিকে সেখানেই কৃষ্ণ ঘোষের কয়েকজন অনুগামীদের সঙ্গে বিক্ষোভকারীদের গন্ডগোল লাগে। যথারীতি দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে আসরে নামতে হয় বলে জানা গেছে। অন্যদিকে, এই ঘটনায় দুই পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পুলিশের কাছে সেই সময় বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক কাটোয়া জেলার মহিলা মোর্চার সভাধিপতি সীমা ভট্টাচার্য অভিযোগ জানান, বিজেপির চঞ্চল মন্ডল সহ বেশ কয়েকজন তাঁর ওপর চড়াও হয়ে মারধর করেছে। যথারীতি পুলিশ মহিলা নিগ্রহের অভিযোগে চঞ্চল মন্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। অন্যদিকে চঞ্চল মন্ডল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা জানায়, সীমা ভট্টাচার্য নিজেই তাঁকে মারধর করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে তবে কি এবার বিজেপির আকাশে দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের কালো মেঘ?

এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে বিজেপির উচ্চ শিবির থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে খবর। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বিজেপির এই মুহূর্তে পাখির চোখ 2021 এর বিধানসভা নির্বাচন। কিন্তু সেই লক্ষ্যে যদি এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেয়, তাহলে কিন্তু আগামী দিনের রাজনৈতিক ময়দানে বিজেপিকে যে অন্য বিপদে পড়তে হতে পারে সে কথা নিশ্চিত করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপাতত কাটোয়ার ঘটনা নিয়ে রাজ্য বিজেপি শিবির পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করে, সে দিকেই এখন লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!