এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি-শিবসেনা তরজা তুঙ্গে, জোর সোরগোল বিধানসভায়

বিজেপি-শিবসেনা তরজা তুঙ্গে, জোর সোরগোল বিধানসভায়


 

প্রথমে ঠিক ছিল যে মহারাষ্ট্রে সরকার গড়বে শিবসেনা এবং বিজেপি। কিন্তু প্রথম থেকেই শিবসেনা ফিফটি-ফিফটি মন্ত্রিত্বের ফর্মুলা দিয়েছিল গেরুয়া শিবিরকে। যা মানতে নারাজ ছিল ভারতীয় জনতা পার্টি। আর তার ফলেই সেই শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি জোট করে মহারাষ্ট্র সরকার গঠন করে। দীর্ঘদিনের জোটসঙ্গী বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক বিচ্যুত হতে শুরু করে।

আর নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকেই দ্বন্দ্ব বেড়েই চলেছে সেই শিবসেনা এবং বিজেপির মধ্যে। সূত্রের খবর, এবার তিন দশকের জোটসঙ্গী বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজনীতিতে অত্যন্ত নবীন প্রথম বিধায়ক হওয়া শিবসেনার আদিত্য ঠাকরে। জানা যায়, বুধবার মহারাষ্ট্র বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দীর্ঘদিনের জোট শরিক বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদিত্য ঠাকরে বলেন, “আমরা দেখেছি এক মাস ধরে সরকার গঠন নিয়ে কি নাটক হয়েছে। জোট ভাঙার খেলাও চলেছে। কিন্তু শেষ পর্যন্ত বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন সোনিয়া গান্ধী এবং শরদ পাওয়ার। এটাই মহারাষ্ট্রের শক্তির পরিচয়। রোজ বিরোধীরা বিধানসভায় হই হট্টগোল করে। কথাই বলে না, পদ্ম তো পাকেই ফোটে।”

আর দীর্ঘদিনের জোট শরিকদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার পর, সেই বিজেপিকে আদিত্য ঠাকরের এহেন মন্তব্য এখন প্রবল জল্পনা তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। অনেকে বলছেন, ক্ষমতার স্বাদ পেয়ে এখন আদিত্য ঠাকরে পুরনো দিনের শরিককে ভুলে গিয়ে উল্টে তাদের কটাক্ষ করতে শুরু করেছেন।

তবে আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে এই ধরনের মন্তব্য করায়, রাজ্য রাজনীতিতে শাসকের সাথে বিরোধীদের বিবাদ তীব্র হতে পারে বলে মনে করছে একাংশ। তবে এই পরিস্থিতিতে এখন বিজেপির তরফে শিবসেনাকে উদ্দেশ্য করে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!