এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির সঙ্গে বিরাট ফারাক তৃণমূলের! সংগঠন নিয়ে বড় মন্তব্য দিলীপের!

বিজেপির সঙ্গে বিরাট ফারাক তৃণমূলের! সংগঠন নিয়ে বড় মন্তব্য দিলীপের!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জেলা সভাপতির পর এবার বিজেপির রাজ্য সভাপতি নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন একাংশ। কে হবেন রাজ্য সভাপতি! সুকান্ত মজুমদার থেকে যাবেন, নাকি দিলীপ ঘোষ দায়িত্ব পাবেন! নাকি আসবে নতুন মুখ, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। আর এই পরিস্থিতিতে আজ বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে মুখ খুলতে গিয়ে ঘুরিয়ে তৃণমূলকেই কটাক্ষ করলেন বিজেপির দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বিজেপি একটি সাংগঠনিক দল। এখানে প্রত্যেক তিন বছর অন্তর সংবিধান মেনে নির্বাচন প্রক্রিয়া হয়। বাকি পার্টিরা এটা বুঝতে পারবে না। কারণ বাকি পার্টিগুলোতে গণতন্ত্র নেই। আর যে পার্টিতে একটাই নেতা, তাদের কোনো চিন্তা নেই। আর যদি নড়াচড়া হয়, তাহলে দুশ্চিন্তা শুরু হয়, যদি কিছু হয়ে যায়। তিনি বারবার হুংকার দেন, আমিই শেষ, আমিই শেষ। কে শেষ করবে, তা তারাই জানে। ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেক প্রজন্মের নতুন নেতৃত্ব উঠে আসে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!