এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির সঙ্গে কি সম্পর্ক ছিন্ন করছেন শুভেন্দু অধিকারী? হেভিওয়েট মন্ত্রীর মন্তব্যে জল্পনা!

বিজেপির সঙ্গে কি সম্পর্ক ছিন্ন করছেন শুভেন্দু অধিকারী? হেভিওয়েট মন্ত্রীর মন্তব্যে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে জোর ধাক্কা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সৈনিক শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই গেরুয়া শিবিরের আওয়াজ তুলতে শুরু করেছিলেন তিনি। 2021 এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বর্তমানে প্রতিপক্ষ টিমের প্রধান সৈনিক হয়ে বিধানসভায় শাসকদলের বিরুদ্ধে জোর লড়াই দিতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

কথায় কথায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হওয়া থেকে শুরু করে রাজ্যপাল, এমনকি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিচ্ছেন তিনি। আর এই পরিস্থিতিতে যখন বিজেপির প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই বিজেপিতে তার থাকা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাভাবিক ভাবেই জ্যোতিপ্রিয়বাবুর এই মন্তব্যকে কেন্দ্র করে এখন জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। হঠাৎ করে শুভেন্দু অধিকারী সম্পর্কে এই মন্তব্য করলেন জ্যোতিপ্রিয়বাবু! এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একাংশের কাছে।

সূত্রের খবর, এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপরেই শুভেন্দু অধিকারীর বিজেপিতে থাকা নিয়ে বড় প্রশ্ন তুলে দেন তিনি। জ্যোতিপ্রিয়বাবু বলেন, “বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটা আস্ত পাগল, উন্মাদ। সবার আগে ওনার সুচিকিৎসার প্রয়োজন। বিজেপি একটি পাগলের দল। এই দলে শুভেন্দু অধিকারী কতদিন থাকে, সেটা দেখুন। 2024 সাল পর্যন্ত শুভেন্দু বিজেপিতে থাকবে কিনা, সেটাই দেখার।” আর হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বিজেপিতে থাকা নিয়ে যে প্রশ্ন তুলে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী পরিষদীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপির প্রধান মুখ। সেদিক থেকে বিজেপির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে যে, শুভেন্দুবাবুকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেদিক থেকে গুরুত্ব কমতে পারে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এমনকি দিলীপবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর সম্পর্ক খুব একটা ভালো নয় বলেও দাবি করতে শুরু করেছেন একাংশ। আর এই পরিস্থিতিতে এবার 2024 এর লোকসভা নির্বাচন পর্যন্ত শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকেন কিনা, সেই ব্যাপারে বড় প্রশ্ন তুলে দিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন শুভেন্দুবাবুর এক সময়কার সতীর্থ তথা রাজ্যের বর্তমান হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, শুভেন্দুবাবুর তৎপরতা এবং তৃণমূলের বিরোধীতা, শাসক দলকে ক্রমাগত বিধানসভার ভেতরে চাপের মুখে ফেলে দিচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিজেপির অন্দরমহলের সমস্যাকে সামনে তুলে ধরে শুভেন্দুবাবুকে নিয়ে বিতর্ক তৈরি করে বিজেপিকে আরও চাপের মুখে ফেলে দিতে চাইলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই কারণেই শুভেন্দুবাবু 2024 সাল পর্যন্ত বিজেপিতে থাকবেন কিনা, সেই প্রশ্ন তুলে ধরে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতাকে কিছুটা হলেও সমস্যার মুখে ফেলে দেওয়ার কৌশল করলেন হাবড়ার এই তৃণমূল বিধায়ক।

যদিও বা এই ব্যাপারে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূল সরকারের আমলে বিরোধী দলের অত্যাধিক তৎপরতা এবং বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর সোচ্চার হওয়ার ঘটনা যে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট চাপে রাখছে এবং সেই কারণেই বিজেপিকে পাল্টা চাপে ফেলতে যে জ্যোতিপ্রিয় মল্লিকের এই ধরনের মন্তব্য, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!