এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এর লক্ষ্যে দক্ষিণ ভারতেও জোট পাকা করে ঘুটি সাজিয়ে ফেলল গেরুয়া শিবির – জানুন বিস্তারিত

২০১৯ এর লক্ষ্যে দক্ষিণ ভারতেও জোট পাকা করে ঘুটি সাজিয়ে ফেলল গেরুয়া শিবির – জানুন বিস্তারিত


তালিমনাড়ুতেও আসনরফা চূড়ান্ত করে ফেলল বিজেপি। দিন দুয়েক আগে তালিমনাড়ুর দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে মোদী ঘোষণা করেছিলেন যে দক্ষিণভারতের এই রাজ্যের যেকোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বিজেপি। যেমন কথা তেমন কাজ মোদীর। এদিন তামিলনাড়ুর এআইএডিএমকে-র সঙ্গে আসনরফা পাকাপাকি করে ফেলল গেরুয়াশিবির।

একদিকে যেদিন মায়াবতী-অখিলেশ উত্তরপ্রদেশে আসন সমঝোতায় এলেন,সেদিনই বিজেপি দাক্ষিণাত্যের এই রাজ্যে এআইএডিএমকে-র সঙ্গে ৫০-৫০ ফর্মুলায় আসন সমঝোতা পাকা করে ফেলল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর,তামিলনাড়ুতে লোকসভার ৪০ আসনে ৫০-৫০ ফর্মুলায় রফা হয়েছে রাজ্য ও কেন্দ্রের শাসকদলের। এআইএডিএমকে একাই লড়বে ২০ টি আসনে। অন্যদিকে,বিজেপি এবং তাঁর পুরানো জোটসঙ্গী লড়বে ২০ টি আসনে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

রাজনৈতিক সূত্রের খবর,গত লোকসভা নির্বাচনে জয়ললিতার নেতৃত্বে এআইএডিএমকে ৩৯ টি আসনের মধ্যে ৩৭ টি আসনে জয় লাভ করেছিল। ১ টি করে আসন পায় বিজেপিও তাদের পুরনো জোটসঙ্গী পিএমকে। কিন্তু জয়ললিতার মৃত্যুর পর এডিএমকের সংগঠন ভেঙে গিয়েছে। পুরানো সেই গৌরব আর নেই। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে প্রায় ক্ষতবিক্ষত হয়েছে ‘আম্মা’র দল। দলের এই পরিস্থিতির সাপেক্ষে অনেক সমঝোতা করেই মাত্র ২০ টি আসনেই এবার সন্তুষ্ট তাঁরা।

অন্যদিকে,বিজেপির ভাগের ২০ টি আসন বাঁটোয়ারা হবে এনডিএ-র পুরানো শরিক ডিএমডিকে এবং পিএমকে-কে। শরিক দলের সঙ্গে এই বন্টন যুক্তিযুক্ত বলেই মনে করছে বিজেপি। ইতিমধ্যে বিজেপির মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে জোট নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে এআইএডিএমকে নেতার।

এই রাজ্য বিজেপি দুর্ভেদ্যঘাঁটি না হলেও এআইএডিএমকে-কে পাশে বলে গেরুয়াশিবিরের মনোবল অনেকটা বেড়েছে। এআইএডিএমকের সঙ্গে জোট করে যতোটা আসন বাড়িয়ে নেওয়া যায়,ততোটাই লাভ বিজেপি,এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া, এই জোট প্রক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি একটি বিশেষ গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছেন।

উল্লেখ্য,দাক্ষিণাত্যের এই রাজ্যটিতে এখনো ভীত শক্ত করতে পারেনি বিজেপি। গত লোকসভা ভোটে দেশে মোদী হাওয়া প্রবল হওয়ায় একটি আসন পেয়েছিল গেরুয়াশিবির।

অন্যদিকে, কংগ্রেসের সঙ্গে ডিএমকের জোট নিশ্চিত প্রায়। তাই কংগ্রেসকে টেক্কা দিতে গেলে বিজেপি একা লড়াই করে পারবে না। জোটসঙ্গী সহায়তা লাগবেই। এই কারণেই আর দেরি না করে এআইএডিএমকের সঙ্গে আসনরফা পাকা করে ফেলল বিজেপি। সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে,১৯’এর লোকসভা ভোটে একার পক্ষে সংখ্যাগরিষ্ঠাতা পাওয়া প্রায় অসম্ভব এনডিএ-র পক্ষে। অন্যদিকে,এআইএডিএমকে-র অবস্থাও ভালো নয়।

তাই এ দুই দল লোকসভা ভোটে একে অপরের সঙ্গী হলে চলার পথ মসৃণ হবে দুজনেরই। এই ভেবেই বিজেপির জোটের বার্তায় সমর্থন দিল বিজেপি,এমনটাই অভিমত অভিজ্ঞমহলের। আগামী কিছুদিনের মধ্যে সরকারিভাবে এই জোটে সীলমোহর পড়বে বলেই খবর দলীয় সূত্রের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!