এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি সভাপতির বাড়িতে বোমা, অভিযোগের তীর তৃণমূলের দিকে! চাঞ্চল্য এলাকায়!

বিজেপি সভাপতির বাড়িতে বোমা, অভিযোগের তীর তৃণমূলের দিকে! চাঞ্চল্য এলাকায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক সংঘর্ষ বাড়তে শুরু করেছে রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় আক্রমণ প্রতিআক্রমণ এখন যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই সংঘর্ষ বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল এবং বিজেপির মধ্যেই হচ্ছে। আর এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনার হাবরা উত্তরের বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

সূত্রের খবর, সোমবার রাত এগারোটার সময় এই ঘটনা ঘটে‌। যেখানে হাবরা উত্তরের বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে বোমাবাজি করা হয়। আর এর পরেই হাবড়া থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে তরজা। গেরুয়া শিবিরের দাবি, এর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটের আগে এলাকায় অশান্ত করতে এবং বিজেপিকে ভয় দেখাতে তারা এই সমস্ত কাজকর্ম করছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। বরঞ্চ এর পেছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তবে যে যাই বলুন না কেন, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা যে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে, তা বলাই যায়। তাই এখন কমিশনকে আইন-শৃঙ্খলা রক্ষা করতে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!