এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির ‘ষড়যন্ত্র’ বুঝেই ঘরের ছেলে ঘরে ফিরলেন! মমতার ‘আন্তরিক’ আহ্বানে ঘুম উড়বে বিজেপির?

বিজেপির ‘ষড়যন্ত্র’ বুঝেই ঘরের ছেলে ঘরে ফিরলেন! মমতার ‘আন্তরিক’ আহ্বানে ঘুম উড়বে বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণ ভেরি গত ২১ সে জুলাইয়ের তৃণমূলের শাহিদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকেই বাজিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এই মঞ্চ থেকেই তৃণমূল ছেড়ে অন্য দলে চলে যাওয়া দলের নেতা-কর্মীদের তিনি দলে ফেরবার ডাক দিয়েছিলেন। আর তারপর দল থেকে চলে যাওয়া অভিমানীদের পুনরায় দলে ফিরিয়ে আনার জন্যে তিনি দলে কিছু অভ্যন্তরীণ রদবদলও ঘটান ।

আর এরপর থেকেই বিজেপি থেকে তৃণমূলে শুরু হলো ‘ঘরওয়াপসি’, দক্ষিণ দিনাজপুরের হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র তাঁর ভাই প্রশান্ত মিত্রকে নিয়ে বিজেপি ছেড়ে পুনরায় ফিরে এলেন তৃণমূলে। প্রসঙ্গত, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর বিপ্লব মিত্র তৃণমূল ত্যাগ করেন ও মুকুল রায়ের নির্দেশে যোগ দেন বিজেপিতে, সেসময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই প্রশান্ত মিত্র সহ আরও বহু অনুগামী। যা তৃণমূল দলের কাছে ছিল এক বিরাট ধাক্কা।

মূলত লোকসভা নির্বাচনের অর্পিতা ঘোষকে দখ্খীন দিনাজপুর জেলার জেলা সভাপতি রূপে মনোনীত করার পরেই বিপ্লব মিত্র তৃণমূল ত্যাগ করেছিলেন।কিন্তু বিজেপিতে তিনি খুব একটা স্বস্তিতে ছিলেন না। নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফেরার তিনি একটা বার্তা দিয়েছিলেন আর অপেক্ষা করছিলেন সুপ্রিমোর পক্ষ থেকে কোন সবুজ সংকেতের। এমনটাই সংবাদসূত্রে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষপর্যন্ত, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর তৃণমূলের বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন আনেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতির পদ থেকে অর্পিতা ঘোষকে সরিয়ে দিয়ে গৌতম দাসকে আনা হয়। আর এতেই তৃণমূলে ফেরার সবুজ সংকেত পান বিপ্লব মিত্র । ফলে, তাঁর তৃণমূলে ফেরা একপ্রকার নিশ্চিত হয়ে পড়ে। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নতুন সভাপতি গৌতম দাসকে যখন প্রশ্ন করা হয়েছিল যে, বিপ্লব মিত্রের দলে ফেরার কোন সম্ভাবনা আছে কিনা?

গৌতমবাবু তার উত্তরে বলেছিলেন, “বিপ্লববাবু তৃণমূলে ফিরতেই পারেন, তবে তা রাজ্যের ব্যাপার, রাজ্যের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি তো কোনও সিদ্ধান্ত নেব না।” গৌতমবাবুর এই জবাবের মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই বিপ্লব মিত্র ফিরে এলেন তৃণমূলে। নিজের পুরোনো দলে প্রত্যাবর্তন প্রসঙ্গে হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র বলেছেন, “ঘরে ফিরে এসে খুব ভালো লাগছে। সাময়িক বিচ্ছেদ হয়েছিল। একটু ভুল বোঝাবুঝি ছিল, তা মিটে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক ফেলতে পারিনি। তিনি ডাক দিতে্ই ফের ঘরে ফিরে এলাম।”

এ প্রসঙ্গে তিনি আরো বলেছেন, ” বিজেপিতে গিয়ে বুঝেছি, ওদের সঙ্গে আমাদের আদর্শের অনেক ফারাক। তা বুঝেই বসে গিয়েছিলাম। তারপর মমতাদি যখন ডাকলেন আর দেরি করিনি। আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই করে ষড়যন্ত্রকারীদের আটকে দেব। বাংলায় যে ষড়যন্ত্র চলছে, তা আটকাতে হবে। সবাইকে নিয়ে আমরা আসন্ন লড়াই লড়ব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!