এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভা নির্বাচনে মহাজোট নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

লোকসভা নির্বাচনে মহাজোট নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেন শাসক বনাম বিরোধী রাজনৈতিক আক্রমণ- প্রতি আক্রমণের পারদ চড়ছে এই বঙ্গ রাজনীতিতে। প্রসঙ্গত উল্লেখ্য, এবারে সারা দেশে বিজেপিকে আটকাতে বিরোধী জোটের নির্ণায়ক ভূমিকা পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সারাদেশে মোদি বিরোধিতায় রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক পথে হাঁটলেও বঙ্গ প্রদেশ কংগ্রেস এবং আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা একে অপরের দিকে জোটের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। অপরদিকে বামেদের জোট শরিক আরএসপির এবং ফরওয়ার্ড ব্লক সেই কংগ্রেসের সঙ্গে জোটে যেতে নারাজ। পাশাপাশি বিজেপিকে ঠেকাতে হলে তৃণমূলের সঙ্গে জোট করা উচিত বলে পাল্টা সওয়াল করেছেন মালদহের কংগ্রেস সংসদ তথা গনি পরিবারের সদস্য মৌসম বেনজির নূর।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই এহেন একটা পরিস্থিতিতে আগামী লোকসভা ভোটে কি হতে চলেছে সে নিয়ে আগাম বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, গতকাল নিজের বিধানসভার খড়্গপুরে দলের বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে যোগ দেন দীলিপবাবু। আর সেইখানে আগামী লোকসভা ভোটে বঙ্গ রাজনীতিতে ঠিক কি হতে চলেছে সেই ব্যাপারে আভাস দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “বাম তৃণমূল এবং কংগ্রেস এরা প্রত্যেকেই জানে যে, বিজেপি এগিয়ে যাচ্ছে। তাই মৌসম নূর তৃণমূলের সঙ্গে হাত মেলাতে বলছেন, আর সিপিএম কংগ্রেসকে ভোট দিতে বলছে।

এ থেকেই বোঝা যাচ্ছে আগামী লোকসভা ভোটে বাংলায় তিন দল এক হয়ে লড়বে।” তবে যতই তারা এক হোন না কেন বিজেপিকে সরাতে এই তিন দলই যে ব্যর্থ হবেন সেই ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। জানা যায়, এদিন এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রাজ্যের তৃণমূল সরকারকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বঙ্গের বিজেপি সভাপতি। তিনি বলেন, “গুন্ডা, মস্তানদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস‌। যেখানেই আমরা সভা করছি, সেখানেই আমাদের বাধা দেওয়া হচ্ছে।”

অন্যদিকে সম্প্রতি অসমে পাচ বাঙালি খুনের ঘটনায় এদিন দেশের সমস্ত বিরোধী দলগুলো পথে নামলে সে ব্যাপারেও মুখ খোলেন খড়্গপুরের এই বিজেপি বিধায়ক। তিনি বলেন, “বিরোধী দলগুলো এমন করছে যেন এর আগে কোথাও কোন দিন খুন হয়নি। আসলে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই ওরা বিজেপির বদনাম করতে ব্যস্ত।”

অন্যদিকে কেশিয়াড়ি সহ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত বিজেপি দখল করলেও তা গঠন করতে বাধা দেওয়া হচ্ছে বলেও এদিন প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এরকম শাসক-বিরোধী তরজার নিদর্শন বাংলার রাজনীতিতে সবে শুরু হলো। এখন বিজেপির দিলীপ ঘোষের এহেন মন্তব্যের বিরুদ্ধে পাল্টা বাম, কংগ্রেস এবং তৃণমূলের পক্ষ থেকে ঠিক কি মন্তব্য আসে সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!