এখন পড়ছেন
হোম > জাতীয় > হঠাৎ করে পদ ছাড়লেন হেভিওয়েট বিজেপি নেতা, বিধানসভা নির্বাচনের আগে জল্পনা চরমে!

হঠাৎ করে পদ ছাড়লেন হেভিওয়েট বিজেপি নেতা, বিধানসভা নির্বাচনের আগে জল্পনা চরমে!


সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন এবার বিজেপির কাছে অ্যাসিড টেস্ট ছিল। কেননা এর আগে অটলবিহারী বাজপেয়ীর হাত ধরে কেন্দ্রে ক্ষমতায় এলেও, পরের টার্মে আবার ক্ষমতার বাইরে ছিটকে যেতে হয়েছিল। অন্যদিকে, নরেন্দ্র মোদী-অমিত শাহদের অশ্বমেধের ঘোড়া থামাতে নিজের মধ্যে শত্রুতা ভুলে হাত মিলিয়েছিলেন। ফলে সেই কঠিন নির্বাচনের আগে, কোনো সাংগঠনিক পরিবর্তনের রাস্তায় হাঁটে নি গেরুয়া শিবির।

সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে রাজ্য, জেলা বা মন্ডলের পদাধিকারীরা থেকে গিয়েছিলেন যে যাঁর নিজের পদে। শোনা গিয়েছিল নির্বাচন মিটলে এইসব সাংগঠনিক পরিবর্তন করা হবে। কিন্তু এর মাঝেই বাদ সাধছিল বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। ফলে অমিত শাহকেই সভাপতি রেখে দিয়ে জেপি নাড্ডাকে কার্যনির্বাহী সভাপতি করা হয়। আর তাই, যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন সেখানে কোনো সাংগঠনিক পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মাত্র ৩-৪ মাসে আগে হঠাৎ করে সেখানকার রাজ্য সভাপতি তথা হেভিওয়েট বিজেপি নেতা রাওসাহেব দানওয়ে পাতিল হঠাৎ করে পদত্যাগ করলেন। এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন বিজেপির জন্য বিশেষ উদ্বেগের হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেননা লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও, নির্বাচনের ঠিক আগেই জোট থেকে সরে গিয়েছিল শিবসেনা। যদিও নির্বাচনের ঠিক আগেই আবার তারা জোটে ফিরে আসে।

এদিকে, মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী কংগ্রেস-এনসিপি জোট হবেই। সেক্ষত্রে বিজেপি-শিবসেনা জোট নাহলে, নিজেদের ভোট কাটাকাটিতে বিরোধী জোটের প্রার্থী জিতে যেতে পারেন। এই সম্ভাবনার কথা মাথায় রেখে আসন সমঝোতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কুর্শি সবকিছু নিয়েই চাপ বাড়াবে শিবসেনা বলেই মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে এইভাবে দলের রাজ্য সভাপতি পদত্যাগ করায় কারণ নিয়ে ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!