এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বনধের মোড়কে গেরুয়া শিবির দেখিয়ে দিল পুরুলিয়া জেলা কার্যত পদ্মের-দখলে

বনধের মোড়কে গেরুয়া শিবির দেখিয়ে দিল পুরুলিয়া জেলা কার্যত পদ্মের-দখলে


মাত্র কয়েকদিনের ব্যবধানে দু-দুজন দলীয় কর্মীর হত্যার (এখনো তদন্ত চললেও গেরুয়া শিবিরের দাবি ‘হত্যা’) পরিপ্রেক্ষিতে আজ গোটা পুরুলিয়া জেলা জুড়ে ১২ ঘন্টার বনধ ডেকেছিল বিজেপি শিবির। সকাল থেকে কিছু সরকারি বাস চললেও গোটা জেলা কার্যত বনধের প্রভাবে থমথমে। মোটামুটিভাবে বন্ধ দোকানপাট, বেসরকারি যান চলাচলও চোখে পড়ছে না। পুরুলিয়ার বুক চিরে যে জাতীয় সড়ক চলে গেছে বিজেপি কর্মীদের দখলে তা শুনশান, রাস্তার দুধারে সার দিয়ে দাঁড়িয়ে লরি।

পরিস্থিতি সামাল দিতে রাস্তায় কিছু কিছু পুলিশ-কর্মীর দেখা মিললেও গোটা জেলাতেই কার্যত বিজেপি কর্মীদের নিয়ন্ত্রণে। রাস্তার দুধারে বিজেপির গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে, অন্য দলের পতাকা সেভাবে চোখেই পড়ছে না। বেঞ্চ ফেলে বা পুলিশেরই রোড-রেলিং দিয়ে জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান সড়কগুলি। স্বতঃস্ফূর্ত ভাবে বনধে শামিল হতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকেও, ফলে রাজ্যের অন্যান্য বনধের দিনের বিপরীত চেহারা পুরুলিয়া জুড়ে, পুলিশের তরফে অবরোধ তোলার সেরকম কোনো চেষ্টায় করা হচ্ছে না। এরমধ্যেই বালারামপুরে কাল থেকে ঘাঁটি গেড়ে বসে আছেন মুকুল রায়, গতকাল রাত্রে তাঁর সঙ্গে যোগ দেন রাজ্য নেতা সায়ন্তন বসু। আজ সকালেই সেখানে পৌঁছে নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সবমিলিয়ে বনধের আবহে গোটা জেলা কার্যত গেরুয়াময়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!