এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের বিজেপির ঘর ভাঙলো তৃণমূল, লোকসভার আগে পাল্লা ভারী ঘাসফুলের

ফের বিজেপির ঘর ভাঙলো তৃণমূল, লোকসভার আগে পাল্লা ভারী ঘাসফুলের

সামনেই লোকসভা ভোট আর তার আগে নিজেদের পাল্লাভারী করতে সব দল মুখিয়ে রয়েছে। এক দল ছেড়ে অন্যদলে নাম লিখিয়েছে। প্রসঙ্গত,পঞ্চায়েতের প্রায় সব জায়গায়ই দখল করেছে তৃণমূল। কিন্তু তবুও কয়েকটি জায়গায় বিজেপি পঞ্চায়েতে বোর্ড গঠন করে।তেমনি কালীগঞ্জের মাটিয়ারিতে সিপিএম ও বিজেপি জোট গড়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল।

জানা যাচ্ছে এদিন তৃণমূলের একটি অনুষ্ঠানে কালীগঞ্জের মাটিয়ারি পঞ্চায়েতে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় দুই হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন।

যদিও ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান গত নভেম্বর মাসে কৃষ্ণনগরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ফলে ওই পঞ্চায়েতটি তৃণমূলেরই হয়ে যায়।

এই নিয়ে এদিন তৃণমূলের কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, সিপিএম ছেড়ে মাটিয়ারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান আগেই আমাদের দলে এসেছিলেন। এদিনের সভায় এলাকার প্রায় হাজার কর্মী সমর্থক সিপিএম ও বিজেপি ছেড়ে আমাদের দলে এল।

কর্মীসমর্থকগন এদিন তৃণমূলে যোগ দিয়ে জানান যে মমতা ব্যানার্জীর উন্নয়নের উপর আস্থা রেখেই তাঁরা দল ছেড়ে তৃণমূলে এসেছেন। লোকসভা ভোটের আগে তৃণমূলে এই বিশালসংখ্যক যোগদানে বিজেপি ও কংগ্রেসের শক্তি কোমল আর তাদের শক্তি বাড়লো বলেই মত তৃণমূলের।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যদিও এতে এতটুকুও বিচলিত নয় সিপিআইএম ও বিজেপি। তাদের মতে জোরে করে ভয় দেখিয়ে তাদের নিজেদের দলে নাম লিখিয়েছে তৃণমূল। কিন্তু এতে কিছু লাভ হবে না.কেননা ভোটার বাক্সে তারা তাদের আগের দলকেই বাছবে বলে মত বিরোধীশিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!