এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি ত্যাগ করলেন হেভিওয়েট বিধায়ক, তৃণমূল যোগের জল্পনা!

বিজেপি ত্যাগ করলেন হেভিওয়েট বিধায়ক, তৃণমূল যোগের জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাবুল সুপ্রিয়র পর কে বিজেপি ত্যাগ করবেন, তা নিয়ে বেশ কিছু নাম সামনে আসতে শুরু করেছিল। ইতিমধ্যেই দলের ভাঙ্গন আটকাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর তার মাঝেই এবার বড়সড় ভাঙনের মুখে পড়ল গেরুয়া শিবির। এবার বিজেপি ত্যাগ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, আজ একটি সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। আর সেখানেই বিজেপির টিকিটে জেতা এই বিধায়ক গেরুয়া শিবিরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেন। মূলত বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আর কৃষ্ণ কল্যানী বিজেপি ত্যাগ করার পর এখন তার তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, বেশ কিছুদিন ধরেই বিজেপির বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করেছিলেন রায়গঞ্জের বিধায়ক। যার জেরে তাকে নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়ে রাজ্য নেতৃত্ব। তিনি যে দলত্যাগ করতে পারেন, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। আর সেই জল্পনাতেই সীলমোহর দিয়ে অবশেষে বিজেপি ত্যাগ করলেন কৃষ্ণ কল্যানী। তবে তার এই দলত্যাগে বিজেপি কতটা চাপে পড়ে এবং কৃষ্ণবাবুর পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!