এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি তারকা বিধায়কের খোঁজ না পাওয়ায় অভিনব পোষ্টার এলাকায়, পাশাপাশি দলবদলের গুঞ্জন তীব্র

বিজেপি তারকা বিধায়কের খোঁজ না পাওয়ায় অভিনব পোষ্টার এলাকায়, পাশাপাশি দলবদলের গুঞ্জন তীব্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট মিটে গেছে অনেকদিনই। কিন্তু ভোট মিটে যাওয়ার পর থেকেই এলাকায় বিধায়কের দেখা মিলছেনা। আর তাই নিয়েই এবার জল্পনা তুঙ্গে। কথা হচ্ছে, বিজেপি বিধায়ক তথা রুপোলি পর্দার নায়ক হিরণকে নিয়ে। খড়গপুর সদরে বিধানসভা নির্বাচনী লড়াইয়ে বিজেপির টিকিটে তিনি জয়লাভ করেছেন এবং বিধায়ক হয়েছেন। কিন্তু এলাকার মানুষের দাবী, বিধায়ক হবার পর থেকেই তাঁকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছেনা। অন্যদিকে গুঞ্জন, ইতিমধ্যেই শাসকদলের সঙ্গে যোগাযোগ হয়েছে বিজেপি বিধায়কের। কার্যত হিরণ তৃণমূলে ফিরতে পারেন বলেই অনুমান করা হচ্ছে।

সম্প্রতি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের হদিশ পেতে খড়গপুরের তালবাগিচা এলাকায় অভিনব পোস্টারের দেখা মিলল। যেখানে কোথাও লেখা রয়েছে, নিরুদ্দেশ বিধায়ককে খুঁজে দিলে পুরস্কার দেওয়া হবে। আবার কোথাও লেখা রয়েছে, বিধায়ককে খুঁজে দিতে পারলে তাঁর সাথে সেলফি তোলার সুযোগ পাওয়া যাবে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রসঙ্গত, উপনির্বাচনে দিলীপ ঘোষের ছেড়ে আসা কেন্দ্র তৃণমূল দখল করে নেয়। কিন্তু গত বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদরে বিজেপির টিকিটে জয়লাভ করেন অভিনেতা হিরণ। কিন্তু ভোটের প্রচারে তিনি যে কথা বলেছিলেন, ঠিক তার বিপরীত ছবি দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটের প্রচারে হিরণকে বলতে শোনা গিয়েছিল তিনি খড়গপু্রেই বেশি সময় কাটাবেন। কিন্তু তালবাগিচা এলাকার মানুষের অভিযোগ, ভোটের পর থেকে তারকা বিধায়কের দেখা পাওয়া যায়নি এলাকায়। এমনকি করোনা, লকডাউন পরিস্থিতিতে এলাকার মানুষ যথেষ্ট সমস্যায় ছিলো, কিন্তু বিধায়ক আসেননি এবং খোঁজ নেননি। অনেকেই পোস্টারের কটাক্ষকে সত্যি বলেই জানিয়েছেন। অন্যদিকে এই অভিনব পোস্টারের কথা কানে গিয়েছে খড়্গপুরের বিজেপির তারকা বিধায়ক হিরণের। তিনি পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, গত 12 ই মার্চ থেকে তিনি খড়্গপুরে থাকছেন।

সেখানে তাঁর বাড়ি এবং অফিস রয়েছে। বিধানসভার অধিবেশন হেতু তিনি কলকাতায় এসেছেন। সেক্ষেত্রে তাঁকে নিরুদ্দেশ বলাটা সর্বৈব ভুল কথা বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি যারা পোস্টার দিয়েছেন, তাঁদেরকে ভীতু বলে অভিহিত করেছেন হিরণ। অন্যদিকে রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, হিরণ চট্টোপাধ্যায় আগামী দিনে আবার ফিরে আসতে পারেন পুরনো দলে। সেক্ষেত্রে বিজেপি যেমন একটি বিধায়ক হারাবে, ঠিক তেমনই বড়োসড়ো বিপর্যয়ের মুখে পড়বে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত শাসকদলের কেউ কিংবা হিরণ কেউই কোনো মন্তব্য করেননি

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!