এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে “চন্দ্রগ্রহণ”! একদা মমতার বিরুদ্ধে লড়াইয়ের “মুখ” জায়গায় পেলেন না রাজ্য কমিটিতে!

বিজেপিতে “চন্দ্রগ্রহণ”! একদা মমতার বিরুদ্ধে লড়াইয়ের “মুখ” জায়গায় পেলেন না রাজ্য কমিটিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এবার বিজেপির কর্মসমিতি গঠনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল‌। যেখানে মঙ্গলবার রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও সেখান থেকে বাধ্য হয়ে পড়লেন সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্র বসু‌। যা নিয়ে দলের অন্দরে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা হয়। যেখানে 96 জনের রাজ্য কমিটি ছাড়াও আমন্ত্রিতদের 110 জনের তালিকা প্রকাশ করা হয়। কিন্তুএর মধ্যে কোন তালিকাতেই চন্দ্র বসুর মতো গ্রহণযোগ্য মুখ জায়গা না পাওয়ায় তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। তাহলে কি ধীরে ধীরে সুভাষচন্দ্র বসুর পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যকে সংগঠনের গুরুত্বপূর্ণ কাজ থেকে ব্রাত্য রাখতে শুরু করল ভারতীয় জনতা পার্টি?

একাংশের অভিযোগ, রাজ্য বিজেপির সাংগঠনিক বেশকিছু রদবদল করে সেখান বিরোধীদলের বেশকিছু নেতাকে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে চন্দ্র বসুর মত অভিজ্ঞ মুখে জায়গা দেওয়া হয়নি‌। যার ফলে দলের অন্দরে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। অনেকে বলছেন, সাম্প্রতিককালে বহু বিষয় রাজ্য বিজেপির সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিল‌। আর তারপরেই চন্দ্র বসুর নাম সেই কমিটি থেকে বাদ পড়তে শুরু করেছে। অনেকে বলছেন, তৃণমূল থেকে বিজেপিতে আশা শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে শুভ্রাংশু রায় প্রত্যেকেই কোনো না কোন জায়গা পেয়েছেন‌। কিন্তু দীর্ঘদিন বিজেপিতে থেকে দলের স্বপক্ষে লড়াই চালিয়ে গেলেও চন্দ্র বসুর জায়গা না পাওয়া নিঃসন্দেহে অনেককেই ভাবতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের লড়াই দিয়েছিলেন বিজেপির হয়ে এই চন্দ্র বসুকে। সেদিক থেকে চন্দ্রবাবুর মত নেতাজির পরিবারের অন্যতম সদস্যকে বিজেপি জায়গা দেবে, এটা ভেবে নেওয়া হয়েছিল। কিন্তু তেমন ভাবে তিনি জায়গা না পাওয়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। যার ফলে তাকে এবার কর্মসমিতির মত গুরুত্বপূর্ণ পদে জায়গা না দেওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

বিরোধীদের বক্তব্য, বিজেপিতে সেভাবে পুরনো নেতাকর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। আর তার অন্যতম উদাহরণ এই চন্দ্র বসু। তাই তার মত এমন গুরুত্বপূর্ণ ব্যাক্তিকে বিজেপি জায়গা দেওয়ায় এখন বিজেপির মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন‌। অনেকেই বলছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নানা আচরণের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছিলেন চন্দ্র বসু। তাই তাকে কোনোখানে জায়গা না দিয়ে কার্যত কোণঠাসা করার চেষ্টা করা হল। এখন চন্দ্র বসুর জায়গা না পাওয়ায় তিনি বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন, নাকি কোনো পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!