এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যেতেই শুভেন্দুর নামে দেওয়া হল পাঠা বলি! জোর শোরগোল!

বিজেপিতে যেতেই শুভেন্দুর নামে দেওয়া হল পাঠা বলি! জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দাদা অন্তপ্রাণ তাঁরা। যখন যেখানে শুভেন্দু অধিকারী ডেকেছেন, তখন সেখানে ছুটে গিয়েছিলেন তারা। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সময় তার সুস্থতা কামনা করে গোয়ালতোড়ে সনকা মায়ের মন্দিরে পাঠা বলি দিতে দেখা গিয়েছিল তার বেশ কিছু অনুগামীদের। কিন্তু এখন সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা।

স্বাভাবিকভাবেই একসময় সেই শুভেন্দু অধিকারীর জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনা করা হলেও, তিনি বিজেপিতে নাম লেখানোর কারণে তার অনুগামীরা এবার তাকে ধিক্কার জানিয়ে পাঠাবলি দিলেন। কিন্তু এবার ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন। একসময় শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করে তারা মন্দিরে পাঠা বলি দিয়েছিলেন। কিন্তু এবার সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কারণে তাকে ধিক্কার জানিয়ে মায়ের মন্দিরে দেওয়া হল বলি।

সূত্রের খবর, এদিন গোয়ালতোড়ে শুভেন্দু অধিকারীর এককালের অনুগামী বলে পরিচিত পিনাকী ঘোষ এবং রাজু পাত্রের মত তৃনমূলের কর্মী-সমর্থকরা বিজেপিতে শুভেন্দু অধিকারী যাওয়ার কারণে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন। যার ফলে তারা এই গোটা ঘটনায় ধিক্কার জানিয়ে সেই সনকা মায়ের মন্দিরে গিয়ে রিতীমত ঢাকঢোল পিটিয়ে মিছিল করে পাঠা বলি দিলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুভেন্দু অধিকারীর এককালের অনুগামীদের দাবি, বিজেপিকে এক সময় জঞ্জাল পার্টি বলেছিলেন শুভেন্দুবাবু। যেখানে বিজেপিকে আটকানোর জন্য যুব সমাজকে সামনের সারিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু এখন সেই শুভেন্দু অধিকারী রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে চুক্তি করে তৃণমূল ছেড়ে বেঈমানি করেছেন। তাই সেই বেইমানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য পাঠা বলি দেওয়া হচ্ছে।

পর্যবেক্ষকরা বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তাকে বেইমান, মীরজাফর নানা শব্দ বন্ধনী দিয়ে আখ্যায়িত করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এইভাবে অভিনব কায়দায় শুভেন্দু অধিকারীর এককালের অনুগামীরা তিনি বিজেপিতে চলে যাওয়ার পর যেভাবে তাকে ধিক্কার জানিয়ে পাঠাবলি দিলেন, তা নিঃসন্দেহে শোরগোল ফেলে দিয়েছে এলাকাজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক সময় এই সমস্ত ব্যক্তিরা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ফলে তাদের দাদা এখন বিজেপিতে চলে যাওয়ায় তারা যে কোনোমতেই তা মেনে নিতে পারছেন না, তা মায়ের মন্দিরে এই পাঁঠাবলি দিয়ে দাদাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার ঘটনাতেই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় তার অনুগামী সংখ্যা নিতান্ত কম কিছু নয়। কিন্তু সেই শুভেন্দুবাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তার পথ ধরে অনেক হেভিওয়েট বিধায়ক এবং সাংসদ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। মনে করা হচ্ছে, খুব দ্রুত তৃণমূলের নীচুতলার অনেক কর্মী সমর্থক সেই শুভেন্দু অধিকারীর পথ ধরে বিজেপিতে নাম লেখাবেন।

কিন্তু সেই সম্ভাবনার মাঝেই যেভাবে এককালে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তৃণমূলের বেশকিছু কর্মীরা তার বিজেপিতে যাওয়া নিয়ে কটাক্ষ করে মায়ের মন্দিরে পুজো দিলেন, তা নিঃসন্দেহে শোরগোল ফেলেছিল এলাকায় রাজনৈতিক মহলে। এত কাল শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করে তার অনুগামীরা মন্দিরে মন্দিরে পুজো দিয়েছিলেন। কিন্তু এবার বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানিয়ে মায়ের মন্দিরে পাঠা বলি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!