এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক মমতা, জেনে নিন

বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক মমতা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। বেশ কিছুদিন আগেই কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন। আর এবার সেই কালনার সভা থেকে বিজেপিতে যাওয়া সেই নেতাকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বাংলার প্রবাদ প্রবচন উল্লেখ করে “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো” বলে দাবি করতে দেখা যায় তাকে। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ বর্ধমানের কালনায় একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই এই ব্যাপারে বিশ্বজিৎ কুন্ডুকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকটা দুষ্টু গরু দুর্নীতি চাপা দেওয়ার জন্য হাম্বা হাম্বা করছে। পাপ বিদায় হয়েছে। যারা তৃনমূলে দুর্নীতি করে তাদের তৃনমূলে থাকার দরকার নেই। মা ছেলেদের লালন করবে, তারপর মা অসুস্থ হলে বা মায়ের দরকার হলে ছেড়ে চলে যায়, সেই সন্তান কুসন্তান। সেই সন্তান কুসন্তান। সেই সন্তানের দরকার নেই। বিজেপি এদের নিয়েছে পরে বুঝতে পারবে।”

আর তৃনমূল নেত্রীর মুখ থেকে এই ধরনের মন্তব্য যে সদ্য বিজেপিতে যাওয়া বিশ্বজিতবাবুকে চাপে ফেলে দেওয়ার জন্যই, তা বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষকরা বলছেন, তৃনমূলের বিধায়ক থাকা বিশ্বজিৎ কুন্ডু বিজেপিতে যাওয়ার পরেই প্রশ্ন তুলতে শুরু করেছিল তৃনমূল কংগ্রেস। মূলত দুর্নীতি থেকে বাঁচতে এই বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু এই ব্যাপারে এতদিন কোনো মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই কালনাতে গিয়েই মুখ খুলতে দেখা গেল তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় একঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। একদিকে তিনি যেমন বিজেপিতে যোগ দেওয়া বিধায়কের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুললেন, ঠিক তেমনই কটাক্ষ করলেন গেরুয়া শিবিরকে। কেননা এই বিশ্বজিৎ কুন্ডু বিজেপিতে যোগ দেওয়ার পর অস্বস্তি ক্রমশ বেড়েছে তৃনমূলের। আগামীদিনে এখানে বিজেপির চাপে চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে ঘাসফুল শিবির। তাই নির্বাচনের দামামা বাজার আগে রীতিমত নিজের দলের প্রাক্তন নেতাকে দুর্নীতিবাজ বলে বিজেপির জনপ্রিয়তায় ভাটা দেওয়ার সুকৌশলী চেষ্টা করলেন তৃনমূল নেত্রী বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!