এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ? জেনে নিন

বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করেছিল। মতুয়া পরিবারের অন্যতম সদস্যা হিসেবে ঠাকুরবাড়িতে তৃণমূলের প্রবেশ ঘটিয়েছিলেন তিনি। কিন্তু গত লোকসভা নির্বাচনে ভাইপো শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হতে হয় মমতাবালা ঠাকুরকে। কিন্তু সম্প্রতি সেই মমতাবালা ঠাকুরকে নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করে। তিনি বিজেপিতে নাম লেখাতে পারেন বলে দাবি করে একাংশ। আর এই পরিস্থিতিতে এবার বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন সেই মমতাবালা ঠাকুর। যেখানে তার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার এই ব্যাপারে একটি সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। যেখানে তিনি বলেন, “তৃণমূল থেকে আমি যথেষ্ট সম্মান পেয়েছি। আমার পরিচিতি শুধুমাত্র তৃণমূলের জন্য। তাই তৃণমূল ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না।” এদিকে তার ভাইপো তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিজেপি ছাড়া নিয়েও কিছুদিন ধরেই জল্পনা চলছে। এই ব্যাপারে তিনি কি বলবেন! এদিন এই প্রসঙ্গে শান্তনু ঠাকুরের তৃণমূলে যোগ দেওয়া কিংবা না দেওয়ায় তার কিছুই যায় আসে না বলে জানিয়ে দেন মমতাবালা ঠাকুর।

পর্যবেক্ষকরা বলছেন, বর্তমানে দলবদল বঙ্গ রাজনীতির অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা নাম লেখাতে শুরু করেছেন ঘাসফুল শিবিরে। আর এই পরিস্থিতিতে বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। তবে এদিন সাংবাদিক বৈঠক করে সেই জল্পনাকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করলেন মমতাবালা ঠাকুর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের দাবি, রাজ্যের বাইরে থাকা মতুয়া সদস্যদের মাধ্যমে বেশ কয়েকবার মমতাবালা ঠাকুরের কাছে বিজেপিতে যোগদানের প্রস্তাব আসতে শুরু করেছিল। আর তারপর থেকেই ভাইপোর পথ ধরে তিনিও পদ্মফুল শিবিরে নাম লেখাতে পারেন বলে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করে। আর এমত পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে ঠাকুরবাড়ি নিয়ে তৈরি হয় আলোড়ন। যখন শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ হিসেবে এনআরসি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন, তখন এই তৃণমূল নেত্রী কি সেই বিজেপিতে নাম লেখাতে চলেছেন?

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতা যখন বিজেপিতে নাম লেখাচ্ছেন, তখন ঠাকুরবাড়ির এই সদস্যাকে নিয়ে এই ধরনের জল্পনা নিঃসন্দেহে শাসক দলের অন্দরে গুঞ্জনের সৃষ্টি করে। তবে পরিস্থিতি যখন ক্রমশ আয়ত্তের বাইরে যেতে শুরু করেছে, তখনই ময়দানে নামতে দেখা গেল মমতাবালা ঠাকুরকে। যেখানে দল এবং নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে “তৃণমূল ছাড়ার কোনো প্রশ্ন নেই” বলে জানিয়ে দিলেন তিনি। তবে মুখে মমতাবালা ঠাকুর এই কথা বললেও, তার ভবিষ্যৎ কর্মপন্থা কি হয়, কোনদিকে গড়ায় গোটা পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!