এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগ দিতেই বড় পুরস্কার পেলেন শুভেন্দু! খুশির হাওয়া অনুগামীদের মধ্যে

বিজেপিতে যোগ দিতেই বড় পুরস্কার পেলেন শুভেন্দু! খুশির হাওয়া অনুগামীদের মধ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি শৃঙ্খলা পরায়ন দল। তাই অন্য দল থেকে নেতাকর্মীরা যোগদান করলেও সাথে সাথেই তাদের পদ জুটে যাবে, এমনটা ভাবা সত্যিই বৃথা। গত লোকসভা নির্বাচনের আগে এবং পরে বহু তৃণমূল থেকে হেভিওয়েট নেতা কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু অনেকেই তড়িঘড়ি পদ পাওয়ার চেষ্টা করলেও, তা পাননি। যার ফলে মোহভঙ্গ হয়ে ঘর ওয়াপসি হয়েছে। আবার যারা থাকার তারা ধৈর্য সহকারে থেকে গিয়েছেন। যার ফলে একটা সময় তাদেরকে সম্মান দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

সাম্প্রতিককালে তৃণমূলের ঘরে বড় ভাঙ্গন ধরিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট শীর্ষ নেতাকে যোগদান করানো হয়েছে দলে। তবে শুভেন্দুবাবুকে বিজেপি কোন পদ দেবে, তা নিয়ে জল্পনা যখন বাড়তে শুরু করেছে, ঠিক তখনই শনিবার কলকাতায় রাজ্য বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রথমবার পা রাখতে চলেছে সেই শুভেন্দু অধিকারী।

জানা গেছে, শুভেন্দুবাবুর পাশাপাশি সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বা অন্যান্য দলের নেতা-নেত্রীদের দলের নির্বাচনী কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত তাদের সংবর্ধনা দিতেই বিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বভাবতই বিজেপিতে যোগ দেওয়ার পরই এবার শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতা এবং জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিয়ে বিজেপি তাদের আরও কাছাকাছি নিয়ে আসতে চায় বলেই দাবি করছেন একাংশ।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী সহ বিজেপিতে যোগ দিয়েছেন 9 জন বিধায়ক একজন সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ। শনিবার বেলা 11 টায় হেস্টিংসে আসার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। যেখানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই এই সমস্ত নেতাদের সংবর্ধনা দেওয়া হবে। অর্থ্যাৎ বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিয়ে দলে যাতে কোনো আপত্তি না হয় এবং সেই সমস্ত নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ যাতে না ওঠে, তার জন্যই এবার সকলকে সংবর্ধনা দিতে চলেছে রাজ্য বিজেপি। অনেকে বলছেন, পুরনো এবং নতুন বিজেপি কর্মীদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে বিজেপিতে যারা নতুন আসে, তাদের সংবর্ধনা দেওয়ার রেওয়াজ অতীতেও ছিল, এখনও আছে। আর তাই প্রথাগতভাবেই তা পালন করা হচ্ছে।

তবে শুধুমাত্র সংবর্ধনা দেওয়া নয়, যারা সদ্য বিজেপিতে যোগদান করেছেন, তাদের সকলে কোন দায়িত্ব পাবেন এবং কিভাবে কাজ করবেন, তা নিয়েও আগামীকাল বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর। এমনিতেই শুভেন্দু অধিকারী নিজের কার্যক্রম শুরু করে দিয়েছেন। কাঁথিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই আগামীকাল দলের নির্বাচনী কার্যালয়ে প্রথম পা রেখে সংবর্ধনা নিয়ে কিভাবে কাজ করেন শুভেন্দুবাবু এবং তার অনুগামীরা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!