এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ দিতেই শুভেন্দুর বিরুদ্ধে উঠল বড় দুর্নীতির অভিযোগ!

বিজেপিতে যোগ দিতেই শুভেন্দুর বিরুদ্ধে উঠল বড় দুর্নীতির অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় সাড়ে তিন বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর মুকুল রায়ের বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করেছিল তৃণমূল প্রশাসন বলে অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি। এমনকি মুকুল রায়ের গলাতেও শোনা গিয়েছিল সেই অভিযোগের সুর। যেখানে প্রকাশ্য সভায় তিনি জানিয়ে দিয়েছিলেন, তৃণমূলে থাকার সময় যেখানে তার বিরুদ্ধে একটি মামলা পর্যন্ত হয়নি, সেখানে প্রতিনিয়ত তাকে এবং তার অনুগামীদের মামলা দিয়ে কাবু করা হচ্ছে।

অর্থাৎ শাসকদলের দিকে না থাকলেই রাজ্যে যে বিরোধীদের অবদমিত করবার জন্য এই পুলিশ প্রশাসনকে দিয়ে চাপে রাখার পদ্ধতি অবলম্বন করছে তৃণমূল কংগ্রেস, তা স্পষ্ট হয়ে গিয়েছিল বিজেপি নেতাদের কথায়। সম্প্রতি মেদিনীপুরে অমিত শাহের সভা থেকে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।

আর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই তার বিরুদ্ধে “বিশ্বাসঘাতক” সহ একাধিক অভিযোগ আনতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার সরাসরি সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তার বিরোধী গোষ্ঠীর নেতা তথা পূর্ব মেদিনীপুর রামনগর তৃণমূল বিধায়ক অখিল গিরি।

সূত্রের খবর, এদিন পূর্ব মেদিনীপুরের রামনগরের একটি সভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এই তৃণমূল নেতা। অখিল গিরি বলেন, “শুধু পরিবহন দপ্তরে 725 কোটি টাকার কেলেঙ্কারির ফাইল সামনে এসেছে।” স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যে এখন নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়ে একের পর এক সভা থেকে তৃণমূলের অনিয়ম নিয়ে সোচ্চার হচ্ছেন শুভেন্দু অধিকারী।

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে “তোলাবাজ ভাইপো” বলে কটাক্ষ করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। ভবিষ্যতে শুভেন্দু অধিকারী তৃণমূলের অনেক ভেতরের খবর প্রকাশ্যে আনবেন বলে আশঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এমতাবস্থায় এবার শুভেন্দু অধিকারীর সামলানো দপ্তর পরিবহনের একাধিক দুর্নীতির কথা তুলে ধরতে দেখা গেল অখিল গিরিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, তৃণমূলে থাকার সময়েই অখিল গিরির সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বন্দ্ব নতুন কিছু নয়। মাঝে তৃনমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর যখন দূরত্ব বাড়তে শুরু করেছিল, তখনও তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল অখিলবাবুকে। আর এবার শুভেন্দুবাবু বিজেপিতে যাওয়ার সাথে সাথেই যেভাবে তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন, ঠিক তখনই তার সামলানো পরিবহন দপ্তরের দুর্নীতির পরিমান তুলে ধরলেন অখিলবাবু। যার ফলে শুভেন্দু অধিকারী এবং তার দল ভারতীয় জনতা পার্টি অনেকটাই বিড়ম্বনার মুখে পড়ল বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

তবে অখিল গিরি এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। তাদের পাল্টা দাবি, কৌশল করে শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। এর আগেও অনেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের ক্ষেত্রেও এভাবে মিথ্যা মামলা দিয়ে এবং ভিত্তিহীন অভিযোগ করে তৃণমূল তাদের দমিয়ে রাখার চেষ্টা করেছে।

কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না। বিশ্লেষকদের দাবি, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই তার পথে পা বাড়িয়েছেন একাধিক বিধায়ক এবং সাংসদ। ভবিষ্যতে আরও অনেকে দলবদল করতে পারেন বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারী সম্পর্কে অখিল গিরির মন্তব্য শোরগোল ফেলে দিল বলেই দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!