এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে চ্যালেঞ্জ শিশির অধিকারীর, সরগরম রাজ্য রাজনীতি!

বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে চ্যালেঞ্জ শিশির অধিকারীর, সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদল থেকে জিতে যদি কেউ অন্য দলে যোগদান করেন, আর সেই ব্যক্তি যদি জনপ্রতিনিধি হন, তাহলে তার সেই জনপ্রতিনিধি পদ থেকে পদত্যাগ করাই কাম্য। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন বিজেপিতে যোগদান করেছিলেন, তখন বিধায়ক এবং মন্ত্রী পদ ত্যাগ করতে দেখা গিয়েছিল তাকে। আর তারপরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী আজ বিজেপিতে নাম লিখিয়েছেন।

আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে না নিলেও, গলায় বিজেপির উত্তরীয় পড়ে গেরুয়া শিবিরের স্বপক্ষে বক্তব্য রেখে বুঝিয়ে দিয়েছেন, তিনি আজ থেকে নরেন্দ্র মোদীর দলের সৈনিক। স্বাভাবিক ভাবেই তার মত বিচক্ষণ রাজনীতিবিদ দলবদল করলেও যেভাবে সাংসদ পদ থেকে তাকে ইস্তফা দিতে দেখা গেল না, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তৃণমূলের পক্ষ থেকে যে এই বিষয়ে শিশির অধিকারীকে আক্রমন করা হবে, তা জানেন প্রত্যেকেই। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বর্ষীয়ান এই সাংসদ।

সূত্রের খবর, আজ এগড়ায় বিজেপির সভা মঞ্চে উপস্থিত হতে দেখা যায় কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে। আর তারপরেই গেরুয়া শিবিরের উত্তরীয় নিজের গলায় নিয়ে বিজেপির স্বপক্ষে আওয়াজ তোলেন তিনি। তবে ছেলে যেভাবে দলবদল করার সময় জনপ্রতিনিধি থেকে ইস্তফা দিয়েছিলেন, সেক্ষেত্রে তিনি কেন তা করলেন না! এদিন এই প্রসঙ্গে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, “তৃণমূল থেকে পদত্যাগ করিনি। ওদের যা করার করে নিক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, শিশির অধিকারী শুধু তৃণমূল থেকে নির্বাচিত সাংসদ নন। তিনি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও বটে। সেদিক থেকে দলীয় পদ তো দূরের কথা, সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়ে গেরুয়া শিবিরের মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে তাকে। আর এবার এই গোটা বিষয়ে রীতিমত তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শান্তিকুঞ্জের গৃহকর্তা।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেস শিশির অধিকারীর এই চ্যালেঞ্জের ফলে কিছুটা হলেও চাপে পড়ে গেল। ছেলে শুভেন্দু অধিকারীর পথে না হেঁটে বিজেপিতে জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের পদ নিয়েই যুক্ত হতে দেখা গেল তাকে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে এখন তৃণমূলের পক্ষ থেকে যে শিশির অধিকারীকে আক্রমন করা হবে, তা বলাই যায়।

তবে বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই তৃণমূলের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি পদত্যাগ করেননি, তাই তৃণমূল যা করার করে নিক বলে জানিয়ে দিলেন শিশির অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!