এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ না দিয়েই তৃণমূলকে উৎখাতের ডাক শিশিরের, অমিত শাহের মঞ্চে হুংকার হেভিওয়েট সাংসদের!

বিজেপিতে যোগ না দিয়েই তৃণমূলকে উৎখাতের ডাক শিশিরের, অমিত শাহের মঞ্চে হুংকার হেভিওয়েট সাংসদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শুভেন্দু অধিকারীর মত সভায় এসে বিজেপির পতাকা হাতে তুলে নিতে দেখা যায়নি তাকে। কিন্তু গলায় বিজেপির উত্তরীয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে হুংকার ছাড়তে দেখা গেল শিশির অধিকারীকে। ছেলে শুভেন্দু অধিকারী গত বছরের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান করার পর থেকেই সেভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় হতে দেখা যাচ্ছিল না শিশিরবাবুকে।

স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছিল জল্পনা। তবে সাম্প্রতিক কালে যখন একের পর এক তৃণমূল নেতা অধিকারী পরিবারকে কটাক্ষ করতে শুরু করেছিলেন, তখন ব্যথিত হয়ে উঠেছিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। বাধ্য হয়েই তাকে এবং তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে। আর তাই তিনি বিকল্প পথ বেছে নেবেন বলে জানিয়ে দিয়েছিলেন শান্তিকুঞ্জের গৃহকর্তা।

এমনকি আজ রবিবার অমিত শাহের সভা থেকে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, সেই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি অনেকদিন আগেই বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শিশির অধিকারী। এক্ষেত্রে তার মন এক জায়গায় পড়ে আছে এবং শরীর আরেক জায়গায় বলেও দাবি করতে দেখা যায় তাকে।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে আজ সরাসরি বিজেপির মঞ্চে উপস্থিত হয়ে শিশির অধিকারী আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেবেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু মঞ্চে থেকে বিজেপির পতাকা না নিয়ে নিজের এই লড়াইকে কার্যত আত্মসম্মানের লড়াই বলে দাবি করলেন শিশির অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ অমিত শাহের সভায় দাঁড়িয়ে বিজেপির উত্তরীয় গলায় পড়ে বক্তব্য রাখেন শিশির অধিকারী। তিনি বলেন, “এটা আমার আত্মসম্মানের লড়াই। চিরকাল লড়াই করেছি। আগামী দিনেও লড়াই করব। এটা মেদিনীপুরের সম্মান রক্ষার লড়াই।” অর্থাৎ বিজেপির পতাকা হাতে না নিলেও তিনি যে এবার বিজেপির স্বপক্ষে থেকেই লড়াই করবেন, তা কার্যত বুঝিয়ে দিলেন শিশিরবাবু। শুধু তাই নয়, আগামী দিনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী জয়লাভ করবে বলেও দাবি করতে দেখা গেল তাকে।

পর্যবেক্ষকদের মতে, প্রবীণ এই রাজনীতিবিদ বর্তমানে আর দলবদলের সঙ্গে যুক্ত হতে চাইছেন না। এক্ষেত্রে প্রত্যেকে যখন একদল থেকে অন্য দলে যেতে শুরু করেছেন, তখন সূক্ষ্ম রাজনৈতিক কৌশল প্রয়োগ করলেন শিশির অধিকারী। সেভাবে বিজেপির পতাকা হাতে না নিয়ে বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তিনি এবার তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন।

অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে লড়াই করতে দেখা যাবে কাথির সাংসদকে। সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদান না করলেও, বক্তব্যের মধ্যে দিয়ে গলার উত্তরীয় নিয়ে শিশির অধিকারী বুঝিয়ে দিলেন, তিনি আজ থেকে বিজেপির সৈনিক। স্বাভাবিক ভাবেই নিজের রাজনৈতিক জার্সি পরিবর্তন করে শিশির অধিকারী পরবর্তী রাজনৈতিক কৌশল হিসেবে কোন পদ্ধতি অবলম্বন করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!