এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগদান করতে গিয়েও পিছিয়ে গেলেন হেভিওয়েট তৃনমূল নেতা, অন্তরায় মাতৃশক্তি!

বিজেপিতে যোগদান করতে গিয়েও পিছিয়ে গেলেন হেভিওয়েট তৃনমূল নেতা, অন্তরায় মাতৃশক্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজীব বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন ডোমজুড়ের সলপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জ্যোতির্ময় ঘোষ। কিন্তু শেষপর্যন্ত মায়ের চোখের জলের কারণে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে হল তাকে। জানা যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পর সম্প্রতি তার সঙ্গে বিজেপির পার্টি অফিসে দেখা করে এসেছেন জ্যোতির্ময় ঘোষ।

আর তারপর থেকেই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। এমনকি নিজেও এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন এই তৃণমূল নেতা।কিন্তু হঠাৎ করে কেন তার সিদ্ধান্ত বদল হল? কেন তিনি বিজেপিতে যোগদান করতে চেয়েও আর যোগদান করছেন না? জানা গেছে, জ্যোতির্ময়বাবু দলবদলের সিদ্ধান্ত গ্রহণ করতেই তার পরিবারে অশান্তি তৈরি হয়।

তিনি বিজেপিতে যোগদান করবেন শুনে ছেলেকে বারণ করেন তার মা। যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন, তৃণমূল ছাড়া অন্য কোনো দলে ভোট দিতে তার হাত কাঁপবে। তারপর নিজের মায়ের চোখের জল দেখে আবেগ তাড়িত হয়ে বিজেপিতে যোগদানের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তা কার্যত খারিজ করে দেন জ্যোতির্ময় ঘোষ।

অর্থাৎ মাতৃশক্তির ইচ্ছাতে এবার বিজেপিতে যোগদানের ইচ্ছা থেকে যে পিছিয়ে এসে আবার তৃণমূল কংগ্রেসের প্রতি আনুগত্য স্থাপন করতে দেখা গেল এই তৃণমূল নেতাকে, তা বলাই যায়। আর এখানেই দলবদলের হিড়িকের মাঝে তৃণমূলের প্রতি এক মায়ের আবেগ দেখে রীতিমত হতবাক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই এক নেতা বিজেপিতে যাওয়ার উদ্যোগ নিলেও পরবর্তীতে তার মায়ের চোখের জলের কারণে যেভাবে তিনি তার সিদ্ধান্ত থেকে পিছু এলেন, তাতে খুশি জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে জ্যোতির্ময়বাবু বলেন, “আমি বিজেপিতে যোগ দিতে চাই না। তৃনমূলে থেকেই কাজ করতে চাই। ডোমজুড়ে সর্বশক্তি দিয়ে লড়াই করে দলের প্রার্থীকে জেতাব।”

এদিকে এই ব্যাপারে হাওড়া জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী অরূপ রায় বলেন, “গোপালবাবু যদি ভুল বুঝতে পারেন, তাহলে ভালো। বিজেপির মত দলে কেউ আত্মসম্মান নিয়ে কাজ করতে পারে না। যারা গিয়েছে, তাদের অনেকেই আবার ফিরে আসবে।” পর্যবেক্ষকদের একাংশ বলছেন, দলবদলের মাঝে সত্যিই এই ঘটনা অত্যন্ত নজিরবিহীন।

যেভাবে এক মা ছেলের বিজেপিতে যোগদান রীতিমত আটকে দিলেন, তাঁকে কার্যত মডেল হিসেবে তুলে ধরছেন সকলে। আর এই ঘটনা যে শাসকদলের কাছে যথেষ্ট প্রাণদায়ক হয়ে দাঁড়াল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!