এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিতে যোগের তিন সপ্তাহ পরে অবশেষে প্রকাশ্যে হেভিওয়েট বিধায়ক, ফুলে-মিষ্টিতে বরণ কর্মীদের

বিজেপিতে যোগের তিন সপ্তাহ পরে অবশেষে প্রকাশ্যে হেভিওয়েট বিধায়ক, ফুলে-মিষ্টিতে বরণ কর্মীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 19 ডিসেম্বর অমিত শাহের মেদিনীপুরের সভা থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নেন তিনি। কিন্তু অন্যান্য সমস্ত জেলার হেভিওয়েট নেতা নেত্রীরা বিজেপিতে যোগদানের পর দলের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছিল। এমনকি এরপর থেকেই দলের সমস্ত কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছিল সেই সমস্ত নেতা-নেত্রীদের। কিন্তু অমিত শাহের সভা থেকে গেরুয়া শিবিরে নাম লেখালেও, এতদিন দলের কোনো কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছিল না গাজলের বিধায়ক দিপালী বিশ্বাসকে। কিন্তু অবশেষে রবিবার স্ব ভূমিকায় দেখা গেল তাকে। যেখানে জেলা বিজেপির পার্টি অফিসে জেলা নেতৃত্বের পাশে বসে রীতিমত সাংবাদিক সম্মেলন করতে দেখা গেল গাজোলের বিধায়ককে।

প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালে গাজোল বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সমর্থনে সিপিএমের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন এই দিপালী বিশ্বাস। কিন্তু বেশ কিছুদিন পরেই যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আর অমিত শাহের সভা থেকে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, ঠিক তখনই ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এই দিপালী বিশ্বাস। তবে হেভিওয়েট বিধায়ক গেরুয়া শিবিরের নাম লেখালেও বিজেপিতে যোগদান করার পর থেকে সেভাবে দলের কোনো কর্মসূচি কেন, কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যাচ্ছিল না তাকে। যার ফলে সেই দিপালী বিশ্বাসের সক্রিয়তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন।

আর এই পরিস্থিতিতে রবিবার জেলা নেতৃত্বের পাশে বসে রীতিমত সাংবাদিক বৈঠক করতে দেখা গেল দিপালীদেবীকে। কি কারণে বিজেপিতে যোগদান করার পরেও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি তাকে? এদিন এই প্রসঙ্গে দিপালী বিশ্বাস বলেন, “এক নিকটাত্মীয়ের গুরুতর অসুস্থতার কারণে আমি কলকাতায় ছিলাম। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ওই আত্মীয় বাড়ি ফেরার পরেই আমি সকালে মালদহে ফিরে আসি।” এদিকে বিজেপিতে যোগদান করার পর কয়েক সপ্তাহ তিনি দলের কাজে যোগ না দিতে পারলেও, এদিন সাংবাদিক বৈঠক করে রীতিমত তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন দিপালী বিশ্বাস। আর হেভিওয়েট বিধায়ক এইভাবে সক্রিয় হওয়াতে রীতিমতো উজ্জীবিত বিজেপির নেতা কর্মীরা। সদ্য দলে আসা দিপালী বিশ্বাসকে এদিন ফুল এবং মিষ্টিমুখ করান গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, নতুন দলে যোগদান করার পরেও যেভাবে দিপালী বিশ্বাস সেভাবে বিজেপিতে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, তাতে তার ভূমিকা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। প্রায় তিন সপ্তাহের মত সময় হয়ে যাওয়ার পরেও তিনি কেন দলের কোনো কাজে আসছেন না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এমনকি এক্ষেত্রে দিপালী বিশ্বাসের ভূমিকা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে সেই জল্পনায় জল ঢেলে নিকটাত্মীয়ের অসুস্থতার কারণেই যে তিনি আসতে পারেননি, তা জানিয়ে দিলেন গাজোলের বিধায়ক। তবে তৃণমূলে ব্যাপক ভাঙ্গনের জন্য দিপালী বিশ্বাস চ্যালেঞ্জ ছুড়ে দিলেও, তাকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র সুমালা আগরওয়াল বলেন, “দলবদলু বিধায়িকা সিপিএমের সঙ্গে তৃণমূলকে গুলিয়ে ফেলেছেন। সিপিএম এই রাজ্যে ক্ষয়িষ্ণু শক্তি। নাগরিকদের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। আমাদের সংগঠনের ফাটল ধরানো ওই নেত্রীর পক্ষে আদৌ সম্ভব নয়। তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার কিছুই আর অবশিষ্ট নেই।” তবে যে যাই বলুন না কেন, এই সমস্ত নেতা-নেত্রীদের গ্রহণযোগ্যতা কতটা, তা আগামী বিধানসভা নির্বাচনে ভোটবাক্স খোলার পরেই কার্যত প্রমাণ হয়ে যাবে।

কিন্তু তার আগে পরিস্থিতি যেদিকে এগিয়ে যেতে শুরু করেছে, তাতে শাসক-বিরোধী তরজা মালদহের গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাসের বিজেপিতে যোগদান করার পরেও তাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। কিন্তু এদিন দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে সাংবাদিক বৈঠক করে তিনি যে বিজেপিতে অত্যন্ত সক্রিয়, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন সেই দিপালীদেবী। যার ফলে অনেকটাই উজ্জীবিত বিজেপির নেতা কর্মীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!