এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগ দেওয়ার এতদিন বাদে মুকুলের মনে জন্মালো ‘পাপবোধ’! চরম জল্পনা রাজ্য রাজনীতিতে

বিজেপিতে যোগ দেওয়ার এতদিন বাদে মুকুলের মনে জন্মালো ‘পাপবোধ’! চরম জল্পনা রাজ্য রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড থাকার সময় দলের সমস্ত সিদ্ধান্ত তাকে নিতেই দেখা যেত। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন সেই মুকুল রায়ের ওপরই। সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে নন্দীগ্রাম, সর্বক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময়ের সঙ্গী থাকতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু সেই মুকুল রায় এখন তৃণমূলের প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা। প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় হয়ে গেছে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। কিন্তু এবার বিজেপিতে যোগ দেওয়ার এতদিন পর মুকুল রায়ের বক্তব্যে এক অন্য কথা শোনা গেল। যেখানে “সিঙ্গুরে পা দিলে পাপবোধ হয়” বলে জানিয়ে দিলেন তিনি। অর্থাৎ অতীতের সিঙ্গুর আন্দোলন ভুল ছিল বলে এই বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন মুকুল রায়। কিন্তু কেন এতদিন পর তার মনে পাপবোধ জন্মালো? কেন আন্দোলন করার সময় তিনি এই কথা মনে করেননি! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন হুগলিতে একটি জনসভায় সিঙ্গুর নিয়ে মুখ খোলেন মুকুল রায়। তিনি বলেন, “সিঙ্গুরে পা দিলেই একটা পাপবোধ হয়। যেভাবে আন্দোলন করে টাটাকে তাড়িয়েছিল, তাতে সারাদেশ বাংলার সম্পর্কে জেনে গিয়েছে। তাই পাপবোধ হয়। অন্যায় হয়েছিল। ভুল করেছিলাম। তবে লকেট সাংসদ হওয়ার পর পাপবোধ কিছুটা কমেছে।” একাংশ বলছেন, সিঙ্গুর আন্দোলনের সময় শিল্প স্থাপনের ব্যাপারে বারবার চেষ্টা করেছে তৎকালীন বাম সরকার। কিন্তু বামেদের ক্ষমতাচ্যুত করাই যেন তখন সব থেকে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের। যার কারণে তারা কৃষক দরদী বলে তুলে ধরে সেই সিঙ্গুরের মাটিতে আন্দোলন করে রিতীমত টাটাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে সিঙ্গুরের অবস্থা সংকটাপন্ন। জমিতে না হবে চাষ, না হবে শিল্প। তাই এই পরিস্থিতিতে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সিঙ্গুর আন্দোলনে শরিক থাকা আজকের বিজেপি নেতা মুকুল রায় পাপবোধের কথা তুলে ধরলেন। তবে অতীতের করা ভুলের কোনো ক্ষমা হয় কিনা, তা নিয়ে মুকুল রায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচক মহলের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন।

এখন বিজেপিতে যোগ দিয়ে তিনি যতই পাপবোধের কথা বলুন না কেন, আন্দোলন করার সময় কেন নিজের প্রাক্তন দলকে তিনি এই ব্যাপারে পিছিয়ে আসার কথা বলেননি! তা নিয়ে অনেকেই সমালোচনা করতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই সিঙ্গুর আন্দোলনের বহুবছর পর এবার সেখানে গিয়ে সভায় বিজেপি নেতা মুকুল রায়ের গলায় শোনা গেল পাপবোধের কথা। যা এখন চর্চার চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!