এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে কাদের নেওয়া হবে, জানিয়ে দিলেন শুভেন্দু! দলবদলের হিড়িকে বাড়ছে জল্পনা!

বিজেপিতে কাদের নেওয়া হবে, জানিয়ে দিলেন শুভেন্দু! দলবদলের হিড়িকে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপির অন্দরে তৃণমূলকে কুপোকাত করতে যেমন দলের নতুন নেতাদের স্বাগত জানানো হচ্ছে, ঠিক তেমনই অন্য দল থেকে আসা নেতাদের নিয়ে তৈরি হচ্ছে সমস্যা। এক্ষেত্রে বিজেপির মধ্যে পুরনো বনাম নতুনের কোন্দল নিঃসন্দেহে অস্বস্তিতে রাখছে ভারতীয় জনতা পার্টিকে। আর এই পরিস্থিতিতে দুর্নীতিগ্রস্তদের কোনভাবেই বিজেপিতে নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী।

বিশ্লেষকদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর এই কথার মধ্যে যথেষ্ট গুরুত্ব রয়েছে। তিনি বিজেপিতে আসার পর তার বহু অনুগামী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে শুরু করেছেন। যার পরেই সেই শুভেন্দুবাবুর মত নেতা বিজেপিতে যোগদান করার পর তার অনুগামীরা গেরুয়া শিবিরে যোগদান করে পুরনো বিজেপি নেতা কর্মীদের পিছনের সারিতে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে দলের পুরোনো কর্মীদের আশ্বাস দিয়ে কোনভাবেই দুর্নীতিগ্রস্তদের বিজেপিতে নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন সেই শুভেন্দুবাবু।

অর্থাৎ এক্ষেত্রে দলের পুরোনো এবং নতুন সকলকে একসাথে চলার বার্তা দিয়ে তার হাত ধরে ভবিষ্যতে অনেক তৃণমূল নেতা বিজেপিতে আসবে বলে গুঞ্জন ছড়ালেও, দুর্নীতির সঙ্গে তিনি যে কখনও কম্প্রোমাইজ করবেন না, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।সূত্রের খবর, আজ পিছাবনীতে একটি সভা করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। যেখানে বিজেপির নেতাকর্মীদের আশ্বস্ত করেন তিনি। আমফানের দুর্নীতিতে যারা জড়িত, তাদের কোনোভাবেই বিজেপিতে নেওয়া  হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এই হেভিওয়েট বিজেপি নেতা।

শুভেন্দু অধিকারী বলেন, “আমফানের টাকা যারা চুরি করেছে, তাদের বিজেপিতে নেওয়া হবে না।” বলা বাহুল্য, কিছুদিন আগেই দলে যোগদান করে শুভেন্দু অধিকারী যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেদিক থেকে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে ভাঙতে তাকে যে তুরুপের তাস করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেসের অনেক নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভবিষ্যতেও এরকম অনেকে বিজেপিতে আসতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। যাদের মধ্যে অনেকের নামের সঙ্গে “দুর্নীতি” শব্দ জড়িয়ে আছে। তাই সেদিক থেকে যে বিজেপি সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসবে বলে জনসাধারণের কাছে কথা দিতে শুরু করেছে, সেই বিজেপি যদি এখন থেকেই দুর্নীতিগ্রস্তদের স্বাগত জানায়, তাহলে তাদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই এই পরিস্থিতিতে দলে যাতে এই বিষয় নিয়ে বিদ্রোহ তৈরি না হয়, তার জন্য সুকৌশলে দলীয় সভা থেকে কোনোভাবেই ভয়াবহ আমপান ঝড়ের পর যারা দুর্নীতি করেছে, তাদের বিজেপিতে নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী এক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। তিনি নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন, দলে দুর্নীতিগ্রস্তদের কোন ঠাই নেই। বর্তমানে তৃণমূল থেকে অনেকে বিজেপিতে আসলেও, দল যে দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপস করবে না, তা বলার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী।

পাশাপাশি নিজের মন্তব্যের মধ্য দিয়ে তিনি উপস্থাপিত করার চেষ্টা করলেন যে, ভবিষ্যতে তৃণমূল সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের পালা অব্যাহত থাকলেও, দল কোনো ঘটনায় ভাবমূর্তি নষ্টকারী নেতা থেকে শুরু করে কর্মীদের গ্রহণ করবে না। অর্থাৎ বিজেপির পুরনো নেতাকর্মীদের যে বিষয় নিয়ে আপত্তি তৈরি হয়েছিল, সেই বিষয়টি তুলে ধরে গেরুয়া শিবিরের সকল স্তরের নেতাকর্মীদের আশ্বস্ত করার চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!