এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে মুকুল-এফেক্ট শুরু, প্রাক্তন মন্ত্রীকে ঠেকাতে মাস্টারস্ট্রোক গেরুয়া শিবিরের!

বিজেপিতে মুকুল-এফেক্ট শুরু, প্রাক্তন মন্ত্রীকে ঠেকাতে মাস্টারস্ট্রোক গেরুয়া শিবিরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   কিছুদিন আগেই মুকুল রায় বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃনমূল কংগ্রেসে। আর তিনি গেরুয়া শিবির ত্যাগ করার পর থেকেই বিজেপিতে যেন বেসুরো নেতা-নেত্রীদের পরিমাণ বাড়তে শুরু করেছে, তবে মুকুল রায়ের পর আর কোনো হেভিওয়েট নেতা যাতে দলত্যাগ না করেন, তার জন্য এখন থেকেই রীতিমত তৎপর হতে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে মুকুল রায়ের পর তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের আনাগোনা নিয়ে জল্পনা তৈরি হয় রাজ্যজুড়ে।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্যের পাশাপাশি সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে যেতে দেখা যায়। তারপরে সেই জল্পনা আরও বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে কি মুকুল রায়ের পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায় নাম লেখাতে চলেছেন ঘাসফুল শিবিরে? ঘর-ওয়াপসি হতে চলেছে তার? যদিও বা তা নিয়ে মুখ খোলেননি রাজীববাবু। তবে বর্তমান পরিস্থিতিতে মুকুল রায় যখন তৃণমূল থেকে তার কাজ শুরু করে দিয়েছেন, তখন আর কোনোরকম রিস্ক নিতে চাইছে না ভারতীয় জনতা পার্টি।

এক্ষেত্রে এখন থেকেই হেভিওয়েট নেতা, নেত্রীদের ধরে রাখতে বিজেপির পক্ষ থেকে গ্রহণ করা হল তৎপরতা। যার জেরে একাংশ বলছেন, বিজেপিতে হয়ত বা মুকুল রায়ের এফেক্ট শুরু হয়ে গিয়েছে। আর সেই কারণেই বিজেপি এখন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতাদের ধরে রাখতে উদ্যোগ গ্রহণ করল।

সূত্রের খবর, ইতিমধ্যেই দলের কার্যকারিনী বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাতে যোগাযোগ রক্ষা করা যায়, তার জন্য বিজেপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসুকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোমতেই যাতে রাজীব বন্দ্যোপাধ্যায় শিবির পরিবর্তন না করেন, তার জন্য এখন মরিয়া চেষ্টা শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি।

বস্তুত, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরেই রাজ্যের হিংসা নিয়ে ক্রমাগত কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে দেখা যায় বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এমনকি নানা মহলে গুঞ্জন তৈরি হয়, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় একটি নির্বাচিত সরকারকে রাষ্ট্রপতি শাসন বা 356 ধারা ঠিক হবে না বলে দাবি করেন তিনি। যার ফলে একাংশ কার্যত ধরে নিয়েছিলেন যে, এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের পুরনো ঘরে ফেরা শুধু সময়ের অপেক্ষা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা তার ঘাঁটি বলে পরিচিত ডোমজুড়ের তৃণমূল কর্মীরা দাবি করতে শুরু করেন, কোনোভাবেই যাতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে গ্রহণ করা না হয়। আর এই পরিস্থিতিতে তৃণমূলের ফেরার পথ কার্যত বন্ধ হয়ে যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তবে বিজেপিতে তেমনভাবে সক্রিয় থাকতে দেখা যাচ্ছিল না তাকে। তাই এই পরিস্থিতিতে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত নেতাকে গুরুত্ব দেওয়ার কাজ শুরু করে দিল বিজেপি বলেই দাবি একাংশের।

অনেকে বলছেন, বিজেপি খুব ভালো করেই জানে, মুকুল রায় কিভাবে দল ভাঙ্গাতে পারেন। এক্ষেত্রে 2017 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূল ভেঙে খান খান করে দিয়েছিলেন এই মুকুল রায়। শক্তিবৃদ্ধি হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তাই সেই মুকুল রায় 2021 সালের বিধানসভা নির্বাচনের পর আবার তার পুরনো ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার সাথে সাথেই নেতা-নেত্রীরা বেসুরো হতে শুরু করেছেন।

ঘর ভাঙ্গার আশঙ্কায় দিন গুনতে শুরু করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। তবে এবার হাল ধরতে রীতিমত মাঠে নামতে হল গেরুয়া শিবিরকে। তবে বিজেপির পক্ষ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় করবার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও কি করেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!