এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি ত্যাগের হিড়িক, ফের বিস্ফোরক তথাগত! অস্বস্তি রাজ্য নেতৃত্বের!

বিজেপি ত্যাগের হিড়িক, ফের বিস্ফোরক তথাগত! অস্বস্তি রাজ্য নেতৃত্বের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই ক্রমাগত রাজ্যের সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে কটাক্ষ করতে শুরু করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ষিয়ান নেতা তথাগত রায়। বিশিষ্ট অভিনেত্রীদের প্রার্থী করা নিয়ে যেমন তার আক্রমণ নজর কেড়েছে, ঠিক তেমনই দলীয় নেতৃত্বের সতর্কবার্তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরেননি তিনি। “নগরীর নটি” বলে নাম না করে শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে তনুশ্রী চক্রবর্তীদের মত হেভিওয়েট তারকা বিজেপি প্রার্থীদের পরাজয় নিয়ে সরব হতে দেখা গেছে রাজ্য বিজেপির এই বর্ষীয়ান নেতাকে।

যার ফলে অনেকটাই অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। আর এবার তৃণমূল থেকে আসা একের পর এক নেতা নেত্রী যখন আবার ঘাসফুল শিবিরে ফিরতে চাইছেন বলে খবর পাওয়া যাচ্ছে, ঠিক তখনই ফের বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন সেই তথাগত রায়। একটি টুইটের মধ্যে দিয়ে তৃণমূল থেকে আসা এই সমস্ত নেতা নেত্রীদের গুরুত্ব দেওয়ার কারণেই যে বিজেপির পুরনো কর্মীরা উপকৃত হয়েছেন!, সেই কথাটি তুলে ধরলেন তিনি।

পাশাপাশি তাঁর এই মন্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেল যে, তিনি তৃণমূল থেকে আসা এই সমস্ত নেতা-নেত্রীদের গুরুত্ব দেওয়ার ব্যাপারটিকে একেবারেই পছন্দ করতেন না। কিন্তু এবার তারা যখন তৃণমূলে ফিরে যাচ্ছে, তখন কার্যত সেই বিষয়ে সরব হয়ে রাজ্য নেতৃত্বেরও অস্বস্তি বাড়িয়ে দিলেন তথাগত রায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, রবিবার একটি টুইট করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। যেখানে তিনি লেখেন, “যা বলেছিলাম, ঠিক তাই। কাছা খুলে যাদের বিজেপিতে স্বাগত করা হয়েছিল, যাদের খাতিরে বিজেপির 20 থেকে 30 বছরের পুরনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল, তারা সবাই এক এক করে তৃণমূলে ফিরে যাচ্ছে।” অর্থাৎ ভোটের ফলাফলের পর থেকেই তৃনমূল বা অন্যান্য জগত থেকে নিয়ে বিশিষ্টদের প্রার্থী করার কারণে যে দলের এই ভরাডুবি, সেই ব্যাপারটি বুঝিয়ে দিয়েছিলেন তখন তথাগত রায়।

আর এবার তৃণমূল থেকে আসা একের পর এক নেতা নেত্রীরা যখন আবার তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন, তখন সেই বিষয়টিকে হাতিয়ার করেই সেই সমস্ত নেতা-নেত্রীদের যেমন আক্রমণ করলেন, ঠিক তেমনি তাদের গ্রহণ করা যে খুব একটা ভালো কাজ হয়নি, সেই ব্যাপারটিও এই ট্যুইটের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন বিজেপির বর্ষিয়ান নেতা। যার ফলে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব যে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি সোনালী গুহ থেকে শুরু করে সরলা মূর্মু, এমনকি অমলা আচার্যেরর মত নেতা, নেত্রীরা তাদের পুরনো দল তৃণমূল কংগ্রেসের ফিরতে চেয়ে আবেদন করছেন। আর এই ঘটনা সামনে আসার পরেই বিজেপির রাজ্য নেতৃত্তের পক্ষ থেকে বলা হচ্ছে এরা সুবিধা নিতে বিজেপিতে এসেছিলেন তাদের লক্ষ্য পূরণ হয়নি তাই তারা তৃণমূলে ফিরে যাওয়ার চেষ্টা করছেন আর এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য নেতাদের সঙ্গে সুর মিলিয়ে পুরনো কর্মীদের অবহেলা করার অভিযোগ তুলে একসময় এই সমস্ত নেতা-নেত্রীদের গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরলেন তথাগত রায়।

যার ফলে বিজেপির মত সাংগঠনিক এবং শৃঙ্খলাপরায়ন দলে তথাগত বাবুর এই মন্তব্যে রাজ্য নেতৃত্বের অস্বস্তি ফলাফলের পর যে ক্রমাগত বাড়তে শুরু করেছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। এর আগে একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছিল তথাগত রায়কে। কিন্তু তারপরেও তিনি যে নিজের অবস্থান থেকে অনড়, তা এই ট্যুইটের মধ্যে দিয়ে আবার পরিষ্কার করে দিলেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!