এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি থেকে তৃণমূলে ফিরে গিয়েও ব্রাত্য হেভিওয়েট নেতা! ভবিষ্যৎ নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন!

বিজেপি থেকে তৃণমূলে ফিরে গিয়েও ব্রাত্য হেভিওয়েট নেতা! ভবিষ্যৎ নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। গত লোকসভা ভোটে তৃণমূল দলের পক্ষ থেকে অর্পিতা ঘোষকে এই লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন শাসকদলের বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র। এরপর মাস দেড়েক পূর্বে তিনি পুনরায় বিজেপি ত্যাগ তৃণমূলে যোগদান করেছেন। তাঁর দলে প্রত্যাবর্তনের আবব্যাহিত পূর্বে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে দখ্খীন দিনাজপুরের জেলা তৃণমূলের সভাপতি করা হয়, বালুরঘাটের শংকর চক্রবর্তীকে করা হয় দলের চেয়ারম্যান, যুগ্ম কোঅর্ডিনেটর করা হয় সুভাষ চাকি ও ললিতা টিগ্গাকে।

প্রসঙ্গত তৃণমূলের রাজ্যের ক্ষমতা দখলের ৯ বছর অতিকান্ত হলেও বালুরঘাট জেলা সদরে তৃণমূলের কোন স্থায়ী কার্যালয় এতকাল পর্যন্ত ছিল না। গতকাল মঙ্গলবার বালুরঘাট শহরের কাঠালপাড়া এলাকায় তৃণমূলের নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনের কয়েকদিন পূর্বে দলের কো-অর্ডিনেটর সুভাষ চাকির নামে দিয়ে এই অনুষ্টানের প্রচার করে সকলকে উপস্থিত হবার আবেদন জানানো হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আশ্চর্য্যজনক ভাবে এই অনুষ্ঠানে বিপ্লব মিত্রকে কোন আমন্ত্রণ জানানো হয়নি। দলের কো-অর্ডিনেটর সুভাষ চাকিকে এ বিষয়ে প্রশ্ন করলে, তিনি তার উত্তরে জানান, এ বিষয়টি সম্পূর্ণ তৃণমূলের জেলা সভাপতির দায়িত্বে আছে। এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস জানিয়েছেন, ” বিপ্লবদা দলের বর্ষীয়ান নেতা। ওঁকে কেন বলা হবে না। নিশ্চয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।’’ কিন্তু অনুষ্ঠানের কোন আমন্ত্রণ পাননি প্রাক্তন জেলা সভাপতি। প্রসঙ্গত, দলের জেলা নেতৃত্ব তরফ থেকেও বর্ষিয়ান নেতা বিপ্লব মিত্র কে অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়নি। বিপ্লববাবু নিজেই জানিয়েছেন, অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র তো দূরের কথা কোনো মৌখিক আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি তাঁকে।

দলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও তার ভাই প্রাক্তন পুর প্রধান প্রশান্ত মিত্রকে
অন্ধকারের রেখেই নাকি দলের যাবতীয় কাজকর্ম চলছে বলেও অনেকের অভিযোগ রয়েছে। এই আবহে দলের জেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ না জানানোয় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে বিতর্ক এড়াতেই গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সভাপতি গৌতম দাস অনুপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বিপ্লব মিত্র ঘনিষ্ঠ জনৈক তৃণমূল নেতা জানিয়েছেন, ” জেলায় এখন চার জন মিলে তৃণমূল দলটা চালাচ্ছেন। ওই চার জন মিলে আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে জেলায় জেতাতে পারলে খুবই আনন্দের কথা।’’

মূলত, দলে ব্রাত্য করে রাখার অভিযোগে বিজেপি দল ছেড়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র, পূর্বদলে ফিরে এসেও অবস্থার বদল ঘটেনি তাঁর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!