এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি থেকে তৃণমূলে যেতেই বিচ্ছেদের সুর, ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল নেত্রী সুজাতা খাঁ

বিজেপি থেকে তৃণমূলে যেতেই বিচ্ছেদের সুর, ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল নেত্রী সুজাতা খাঁ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগ দেন সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী সুজাতা মন্ডল। যথারীতি সৌমিত্র ও সুজাতা ক্রমশ বিজেপির অন্যতম সম্পদ হয়ে উঠতে থাকেন। কিন্তু হঠাৎ করেই কি থেকে কি হইয়া গেল, কেউই বুঝতে পারল না। সৌমিত্র-সুজাতার জুটি ভেঙে গেল। সৌমিত্র রইলেন গেরুয়া শিবিরে আর সুজাতা চলে এলেন তৃণমূল শিবিরে। আর তারপরেই বাংলা দেখেছিল রাজনৈতিক বিচ্ছেদের কারণে অন ক্যামেরা স্বামী-স্ত্রীর চোখের জল। যদিও সেই চোখের জল রাতারাতি মুছে বিজেপি নেতা সৌমিত্র খাঁ তাঁর স্ত্রীর বিরুদ্ধে এনেছিলেন ডিভোর্সের নোটিশ। আর তাই নিয়ে এদিন খোলা মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে দায়ী করলেন সুজাতা মন্ডল খাঁ।

অন্যদিকে সুজাতা মন্ডল খাঁ এই নোটিসেরর কোন জবাব সে সময় দেননি। কিন্তু এবার তৃণমূলে যোগদানের পর প্রথম সুজাতা মন্ডল খাঁ পা দিলেন সৌমিত্র খাঁ এর এলাকায়। আজ সুজাতা মন্ডল খাঁ উপস্থিত হলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকায়। খণ্ডঘোষ মূলত পূর্ব বর্ধমানের হলেও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। আর এই খণ্ডঘোষ থেকেই সুজাতা বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালালেন। এদিন সৌমিত্র খাঁ এর কথা উল্লেখ করে সুজাতা দাবি করেন বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্র থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জিততে পেরেছিলেন একমাত্র সুজাতা মন্ডল খাঁর জন্যই।

প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে সেসময় সৌমিত্র খাঁয়ের এলাকায় প্রবেশ নিষিদ্ধ ছিল। আর তাই সৌমিত্রর অবর্তমানে সুজাতাই এলাকাজুড়ে প্রচার চালিয়েছিলেন। তবে এদিন সুজাতা মন্ডল খাঁ মূলত আক্রমণ করেন সদ্য বিজেপিতে যাওয়া দলনেতা শুভেন্দু অধিকারীকে। উপস্থিত জনতার কাছে সুজাতা আবেদন রাখেন, বিধানসভা নির্বাচনে বিজেপিকে যেন মানুষ একটাও ভোট না দেয়। এ প্রসঙ্গে তিনি তাঁর এবং সৌমিত্রর ঘর ভাঙ্গার উদাহরণ দেন। পাশাপাশি সৌমিত্রকেও একহাত নেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেভাবে সৌমিত্র খাঁ তাঁর সাহায্যে জিতেছিলেন বিষ্ণুপুরে, সে কথা উল্লেখ করে তীব্র কটাক্ষ করেন সৌমিত্রর অন ক্যামেরা তাঁকে ডিভোর্স দেওয়া নিয়ে। পাশাপাশি এই সভা থেকে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বিধায়ক নবিন নাগসহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের কড়া আক্রমণের মুখে পড়ে এদিন গেরুয়া শিবির। অন্যদিকে সৌমিত্র এবং সুজাতা খাঁ এর রাজনৈতিক বিচ্ছেদ রীতিমতো জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে।

অনেকেই অবশ্য সে সময় মনে করেছিলেন সুজাতা মন্ডল খাঁয়ের সাথে সাথে এবার হয়তো সৌমিত্র খাঁও তৃণমূলে যোগ দেবেন। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে এখনো পর্যন্ত সৌমিত্র খাঁ তাঁর বিশ্বস্থতা দেখিয়ে চলেছেন গেরুয়া শিবিরে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সুজাতা মন্ডল খাঁ যেভাবে সৌমিত্র এবং বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন আজ প্রকাশ্যে সৌমিত্ররই এলাকা থেকে তা কিন্তু আসন্ন বিধানসভার পরিপ্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!