এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে থেকেই শুভেন্দু তৃণমূলে ভাঙন ধরাচ্ছেন, বিজেপিতে আহ্বান শাসকদলের বেসুরো নেতাকে

বিজেপিতে থেকেই শুভেন্দু তৃণমূলে ভাঙন ধরাচ্ছেন, বিজেপিতে আহ্বান শাসকদলের বেসুরো নেতাকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে ক্রমশ বেড়ে চলেছে বিক্ষুব্ধ নেতাদের ভিড়। একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক দল ছেড়ে প্রায় প্রতিদিনই বেরিয়ে যাচ্ছেন। যথারীতি তৃণমূল থেকে বেরিয়ে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকেই গিয়ে যোগদান করছেন গেরুয়া শিবিরে। কিছুদিন আগেই প্রাক্তন তৃণমূল নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী রাতারাতি দলবদল করে বিজেপিতে এসেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রতিটি জনসভায়। অন্যদিকে তৃণমূল শিবিরে কিন্তু বিক্ষুব্ধ নেতাদের ভিড় এখনও যথেষ্ট। তার মধ্যে অন্যতম হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেসুরো হয়ে তিনি বেশ কিছুদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে ইঙ্গিত করছেন।

পাশাপাশি তিনি দলে থেকে কাজ করতে যে অপারগ সেকথাও স্পষ্ট করছেন বারবার জনসমক্ষে। বেসুরো হওয়ার পরে বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠকেও গরহাজির ছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরে পরেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে তৃণমূলে থাকারই বার্তা দিয়েছেন। কিন্তু মাঝেমাঝেই তাঁর বেসুরো বার্তা ফুটে ওঠে। অন্যদিকে আজ শুভেন্দু অধিকারীর জনসভা ছিল চন্দননগরে। আর সেখান থেকেই পূর্ব পরিচিত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগদান করার আহ্বান জানালেন। যথারীতি এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাঞ্চল্য।

এদিন শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরেক বেসুরো বিধায়ক উত্তর পাড়ার প্রবীর ঘোষালের নামও করেছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী তৃণমূলকে প্রাইভেট কোম্পানি বলে অভিহিত করেন। এদিন প্রকাশ্য জনসভা থেকে তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দেন, যদি কর্মচারী হয়ে থাকতে হয় তাহলে তৃণমূলে থাকাই শ্রেয়। না হলে বিজেপিতে আসতেই হবে। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপ দেগে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন বলে জানিয়ে এসেছেন। পাশাপাশি ভবানীপুরের সিটেও তিনি দাঁড়াবেন বলে শোনা যাচ্ছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারী রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তিনি কখনওই মাননীয়া মুখ্যমন্ত্রীকে দু জায়গায় দাঁড়াতে দেবেন না। নন্দীগ্রামেই মাননীয়াকে দাঁড়াতে হবে এবং তৃণমূল নেত্রীকে বিজেপির তরফ থেকে হাফ লাখ ভোটে হারানো হবে। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই তৃণমূল শিবিরে বেসুরো নেতা হিসেবে রয়েছেন।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বরফ গলানোর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তাতেও যে বিশেষ কোনো সুবিধা হয়েছে তা নয়। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যেরকম মনোভাব ব্যক্ত করছেন তাতে যেকোনো দিন তিনি দল ছাড়তে পারেন। প্রসঙ্গত সদ্য ফেসবুক লাইভ করেও দলবিরোধী সুরেই কথা বলেন। এবার দেখার, শুভেন্দু অধিকারীর ডাকে হাওড়ার তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কতটা সাড়া দেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!