এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন এক তথ্যে দেশের ‘এক নম্বর’ বিজেপি,পিছিয়ে নেই তৃণমূলও-কিন্তু তাতে বাড়ল চরম অস্বস্তি

নতুন এক তথ্যে দেশের ‘এক নম্বর’ বিজেপি,পিছিয়ে নেই তৃণমূলও-কিন্তু তাতে বাড়ল চরম অস্বস্তি


ভারতবর্ষে লোকসভা এবং সব কটি বিধানসভা মিলিয়ে সাংসদ এবং বিধায়ক সংখ্যা প্রায় ১ হাজার ২৪ জন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে এঁদের মধ্যে বহু জনপ্রতিনিধিরই নানা অভিযোগের ভিত্তিতে পুলিশের খাতায় নাম নথিভূক্ত রয়েছে। এই অপরাধের মধ্যে রয়েছে অপহরণের ঘটনাও। এদিন  অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম (ADR) প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে জানা যায় ভারতের মোট ৬৪ জন বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে।

এই ৬৪ জনের মধ্যে রয়েছে ১৬ জন বিজেপির সদস্য। অপরাধ তালিকার পরবর্তী স্থান গুলিতে রয়েছে যথাক্রমে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল। জানা যাচ্ছে এই দুই দলেরই প্রত্যেকটি থেকে ৬ জন করে মোট ১২ জন সাংসদ ও বিধায়ক অপহরণের অভিযোগে অভিযুক্ত। তবে শুধুমাত্র এই তিনটি দলই নয় দেশের বহু রাজনৈতিক দলের সদস্য তথা জন প্রতিনিধিদের নামই নানা অপরাধ্মূলক কাজকর্মের সাথে জড়িত। সেই সব দলগুলি হল, বিজু জনতা দল, ডিএমকে, সমাজবাদী পার্টি, তেলুগু দেশম পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই-এমএল, এসএইচএস, ভারতীয় ট্রাইবাল পার্টি, জনতা দল (ইউ), লোক জনশক্তি পার্টি, নির্বল ইন্ডিয়ান শোষিত হামারা দল ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি প্রভৃতি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এছাড়াও লোকসভার আরও ৪ জন সদস্যের নাম এই তালিকায় রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যেসব  সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এবং মামলা রয়েছে তাদের মধ্যে আবার উত্তরপ্রদেশ ও বিহারের রাজনৈতিক নেতাদের সংখ্যাই অধিক। এই দুটি রাজ্য থেকে ৯ জন করে মোট ১৮ জন মানুষের নাম রয়েছে অপরাধীর তালিকায়। সাংসদ – বিধায়কদের অপরাধ প্রবণতার নিরিখে পরবর্তী রাজ্য হলো মহারাষ্ট্র । এই রাজ্য থেকে ৮ জনের নাম অপরাধীদের তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে।

এরপরে আসছে পশ্চিমবঙ্গের নাম । এই রাজ্যের মোট ছ’জনের নাম রয়েছে ঐ তালিকায়। ওড়িশা ও তামিলনাড়ু থেকে চার জন করে মোট ৮ জন এবং অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও রাজস্থান এই তিন রাজ্যের প্রতিটি থেকে ৩ জন করে মোট ৯ জন বিধায়ক ও সাংসদ অপহরণের মামলায় অভিযুক্ত। এছাড়াও এই তালিকায় ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, পাঞ্জাব ও তেলেঙ্গানার সাংসদ ও বিধায়কদের নামও রয়েছে। উল্লেখ্য লোকসভা সদস্য রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের বিরুদ্ধে সর্বাধিক ৬ টি অপহরণের মামলা রয়েছে। অপরাধ মূলক কাজকর্মের সংখ্যার নিরিখে তিনিই হলেন শীর্ষস্থানাধীকারী। এরপর আসছে বিহারের সাংসদ এলজেপির রাম কিশোর সিং এর নাম। তাঁর  বিরুদ্ধে রয়েছে চারটি মামলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!