এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার বাইকমিছিলের অভিযোগে বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল, মানছে না গেরুয়া শিবির

এবার বাইকমিছিলের অভিযোগে বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল, মানছে না গেরুয়া শিবির

রাজ্য নির্বাচন কমিশনের আদেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচনী প্রচারে বাইক মিছিল বিজেপি বার করলো। বাঁকুড়ার সিমলাপালে রাজ্যস্তরের এক বিজেপির শীর্ষনেতার উপস্থিতিতে এই বাইকমিছিল হয়। যদিও বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ টিকে অস্বীকার করা হয়েছে। সূত্রের খবর অনুয়ারী  সিমলাপালের মণ্ডলগ্রাম এলাকার জেলা পরিষদের ২০ নম্বর আসনের বিজেপি প্রার্থী চক্রধর মাহাত। এদিন রাজ্য বিজেপির সহ সভাপতি সুভাষ সরকার, এলাকার দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্য বিজেপির সহ সভাপতির উপস্থিতিতেই প্রায় ৪০-৫০টি বাইক সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে অংশ গ্রহণ করেন।  এই মিছিল মন্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুর, পাথরি, হরিহরপুর, ধুলিয়াপুর-সহ বেশ কয়েকটি গ্রামে ঘোরে। জানা গেছে মিছিলে ব্যবহৃত বাইকে বিজেপির দলীয় কোনো পতাকা লাগানো ছিলোনা। কিন্ত বাইকে উপবিষ্ট মানুষজন বিজেপি কর্মীরা নিজেদের প্রার্থীদের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে এলাকার স্থানীয় তৃণমূল নেতা রামানুজ সিংহ মহাপাত্র বললেন, “বিজেপির বাইক মিছিল নির্বাচন বিধি ভঙ্গের সামিল। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাব। বিজেপির বিরুদ্ধে নালিশ জানাব।”  অন্যদিকে বিজেপির রাজ্য নেতা সুভাষ সরকার বাইক মিছিলের অভিযোগ কার্যত অস্বীকার করে বললেন, ”বিজেপি ওই এলাকায় কোন বাইক মিছিল করেনি। আমাদের প্রার্থীকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে প্রার্থীর সঙ্গে মানুষের পরিচয় করানোর কর্মসূচি ছিল। কিছু উত্‍সাহী যুবক নিজেরা উদ্যোগ নিয়ে বাইক চালিয়ে আমাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন। বিষয়টিকে বাইক মিছিল বলে চালানো ঠিক নয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!