এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিকে তাড়াতে গেলে তৃণমূলকে সরাতে হবে, নতুন অঙ্ক বামফন্টের

বিজেপিকে তাড়াতে গেলে তৃণমূলকে সরাতে হবে, নতুন অঙ্ক বামফন্টের

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে  বুধবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের বৈঠকে নির্বাচনের জন্যে দলের তরফ থেকে কতকগুলি চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। যেগুলির মধ্যে অন্যতম হলো দলীয়  প্রার্থী না থাকলে ভোট বয়কট করা হবে, তবু তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে ভোট দেওয়া যাবে না। সিপিএম দলের পক্ষ থেকে মধ্যে করা হচ্ছে বিজেপি দলকে রাজ্য থেকে নির্মূল করতে হলে সবার আগে তৃণমূল কংগ্রেসের নিশ্চিহ্ন করণ করতে হবে। এই মুহূর্তে বাম শিবিরের এই শরিক দলের কাছে তাঁদের প্রধান রাজনৈতিক শত্রু দল তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউই নয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য নদীয়া ও উত্তর ২৪ পরগনা-সহ অন্যান্য জেলারও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি আসনে বিজেপি-সিপিএম-কংগ্রেস এক হয়েছে। প্রকাশ্যে এসেছে, বিজেপির সমর্থনে সিপিএম প্রার্থী ও সিপিএমের সমর্থনে বিজেপি প্রার্থীর প্রচার। কিন্তু পরবর্তীতে সিপিএম দলের রাজ্যস্তরের শীর্ষ নেতাদের মনে হয়েছে প্রয়োজনে ভোট বয়কট করা হোক ক্ষতি নেই কিন্তু বিজেপিকে ভোট নয় ভুলে ও নয়। এদিন দলের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রীটের বৈঠকের পরে সিদ্ধান্ত হলো  বিজেপির সমর্থনে জয়ী প্রার্থীর সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। এমনকি তাঁকে দল থেকে বরখাস্তও করা হবে। দলের এই সিদ্ধান্ত সম্পর্কে জেলা কমিটিগুলোকে এরমধ্যেই অবগত করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!