এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “বিজেপিকে নকল করেই তৃণমূলের কর্মসূচি” বিস্ফোরক কেন্দ্রীয় বিজেপি নেতা

“বিজেপিকে নকল করেই তৃণমূলের কর্মসূচি” বিস্ফোরক কেন্দ্রীয় বিজেপি নেতা

লোকসভা ভোটে বাংলায় পরাজয়ের পরই জনসংযোগকে প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ভোট কৌশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরকে নিজের দলের রণনীতিকার হিসেবে নিয়োগ করে কিভাবে দলকে ঘুরে দাঁড় করিয়ে এগিয়ে যাওয়া যায়, তার সম্পর্কে নানান মতামতও নেন তৃণমূলের সর্বাধিনায়িকা।

ইতিমধ্যেই বেশ কয়েকবার তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেছেন সেই প্রশান্ত কিশোর। আর ভোট গুরুর প্ল্যানমাফিক চলে সম্প্রতি জনসংযোগ প্রক্রিয়া হিসেবে “দিদিকে বলো” নামে একটি কর্মসূচি চালু করেছে তৃণমূল বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

যেখানে একটি নম্বর এবং একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ তাদের সমস্ত অভাব, অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারবে। কিন্তু তৃণমূলের এই “দিদিকে বলো” কর্মসূচি বিজেপিরই নকল করা বলে এবার পাল্টা সরব হতে দেখা গেল বিজেপি নেতৃত্বকে।

সূত্রের খবর, সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিতে বাংলায় এসেছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সহ সভাপতি শিবরাজ সিং চৌহান। আর সেখানেই “দিদিকে বলো” এই কর্মসূচি নিয়ে তৃণমূল এবং ভোটগুরু প্রশান্ত কিশোরকে কড়া ভাষায় আক্রমণ করেন এই বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে শিবরাজ সিং চৌহান বলেন, “দিদি বাংলায় আর লোক পেলেন না, তাই ভিন রাজ্য থেকে কৌশলী ভাড়া করে আনলেন। কিন্তু তিনি যে টুকলি করে সবকিছু চালাচ্ছেন, তা কি বুঝতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী! সারা বিশ্ব যখন বাংলার দিকে তাকিয়ে আছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে গিয়ে রাজনৈতিক কৌশলী খোঁজে আনছেন। এতেই প্রমানিত হল মমতা বন্দোপাধ্যায়ের দলের দৈনতা। আসলে বিজেপিকে টুকেই তৃণমূলকে বুদ্ধি দিচ্ছেন প্রশান্ত কিশোর। টুকলি করে কোনোরকমে পাশ করা যায়, কিন্তু সেরা হওয়া যায় না।”

পাশাপাশি তৃণমূল এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই অবস্থায় প্রশান্ত কিশোরকে এনে কোনোও লাভ হবে না বলেও জানিয়ে দেন শিবরাজ সিং চৌহান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একসময় বিজেপিকে এই সাফল্যের মুখ দেখিয়েছিলেন ভোট গুরু হিসেবে পরিচিত এই প্রশান্ত কিশোর।

আর বাংলায় তৃণমূলকে সাফল্যের মুখ দেখাতে উদ্যোগী হওয়া সেই ভোটগুরু জনসংযোগ কর্মসূচি হিসেবে দিদিকে বলো প্রকল্প চালু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্ল্যানিং দিলেও এইরূপ জনসংযোগ যে বিজেপি অনেক আগে থেকেই করছে তা কার্যত স্পষ্ট হয়ে গেছে সকলের কাছে। আর সেই কথাকে তুলে ধরেই বিজেপির টুকলি করে প্রশান্ত কিশোর তৃণমূলকে পরিকল্পনা দিচ্ছেন বলে ভোটগুরু এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করলেন মধ্যপ্রদেশের বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!