এখন পড়ছেন
হোম > রাজ্য > সবসময় বিজেপি আগে থাকবে, আর তৃণমূল ফলো করবে- দাবী লকেট চ্যাটার্জীর

সবসময় বিজেপি আগে থাকবে, আর তৃণমূল ফলো করবে- দাবী লকেট চ্যাটার্জীর


ফের শাসকদলের বিরুদ্ধে জনসভা থেকে ক্ষোভ ওগড়াতে দেখা গেল বিজেপির হেভিওয়েট নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। গতকাল মশাটে বিজেপির রথযাত্রা উপলক্ষ্যে প্রচার কর্মসূচীর জন্যে একটি জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানেই বিজেপির সভামঞ্চ থেকে মশাটের একসময়ের দাপুটে নেতা শেখ আবদুল্লা সহ হাজার দুয়েক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন।

এই প্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ করে নেত্রী বলেন,”সামনে থাকবে পদ্মফুল। ফলো করবে তৃণমূল।” অর্থাৎ তিনি বলতে চান,রাজ্যের বিজেপি-রথযাত্রা যে পথ দিয়ে যাবে,সেই পথই অনুসরণ করবে তৃণমূলের পবিত্র যাত্রা। শেষমুহূর্তে বিজেপি রথযাত্রার দিনক্ষণ পরিবর্তন করার কারণে পবিত্র যাত্রা পিছিয়ে দিতে হয়েছে তৃনমূলের৷ এমনটাই জানিয়েছিল শাসকদল। তাঁদের সেই বক্তব্যকেই কটাক্ষ করে তৃণমূলকে আক্রমণ শানালেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।

বিজেপি সভানেত্রীর দাবী,বিজেপির রথযাত্রার খবর শুনতেই রক্তচাপ বেড়ে গিয়েছে তৃণমূলের। যেই তৃণমূল শুনেছে বিজেপি রাজ্যে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি করবে,সেদিন থেকেই চাপ বেড়ে গিয়েছে তৃণমূলের। ওদের মুখোশ রাজ্যবাসীর কাছে খুলে যাবে,এই ভয়েই কোনঠাসা অবস্থা শাসকদলের।

তাই তো যাত্রার প্রস্তুতি বিজেপি নিলেও গালিগালাজ করতে ওদেরই বেশি শোনা যাচ্ছে। সঙ্গে তৃনমূলের ‘পবিত্র যাত্রা’ প্রসঙ্গে কটাক্ষ করে বললেন,যারা পুরো রাজ্যটাকেই ‘অপবিত্র’ করে রেখেছে,তাদের আবার কিসের পবিত্র যাত্রা! এরপর তৃণমূলের প্রতি সরাসরি কটাক্ষ করে বিজেপি নেত্রী বলেন,যতই খোল-করতাল নিয়ে যাত্রা করুন, পবিত্রযাত্রা হবে না।” BJP-কে অনুসরণ করছে তৃণমূল।

তাঁর বক্তব্য, “আমরা যাব রথ নিয়ে। আর আমাদের পিছন পিছন সেদিকে যাত্রা করবে। তাহলে ভেবে দেখুন BJP-র পথে, BJP-র পিছন পিছনই যাত্রা করতে হচ্ছে। আমরা যদি যাত্রা পিছিয়ে দিয়ে থাকি, তারাও বলছে আমরা যাত্রা পিছব। সবসময় BJP আগে থাকবে, আর তৃণমূল ফলো করবে।”

একইসঙ্গে শাসকদলকে হুঁসিয়ারী দিয়ে বললেন, বিজেপির রথযাত্রা যদি তৃণমূল আটনোর চেষ্টা করে তাহলে ফল ভালো হবে না। ওই রথের চাকাতেই পিষে মরতে হবে তাঁদের। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন নিয়েও কটাক্ষ করলেন তিনি। বললেন, লোকসভা ভোটের আগে হিন্দু ভোটব্যাঙ্কগুলো দখলে আনতেই পরপর পুজো উদ্বোধন করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বললেন গত দু মাস ধরেই প্রশাসনিক কোনো কাজে মন নেই নেত্রীর।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শুধু শোনা যাচ্ছে নেত্রী ঠাকুর উদ্বোধন ব্যস্ত। এ প্যান্ডেল সে প্যান্ডেল ঘুরেছেন কেবল। আসলে সবটাই রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতেই করছেন তিনি এরকম কাজ। আসলে সাম্প্রদায়িক হয়ে বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক করায়ত্ব করার কৌশল করছেন তিনি। কিন্তু এভাবে লোকসভা ভোটে বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল,সাফ জানিয়ে দিলেন বিজেপি-র মহিলা মোর্চার সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!