এখন পড়ছেন
হোম > রাজ্য > পশ্চিম মেদিনীপুরকে “গেরুয়া গ্রাস” থেকে মুক্ত করতে কাল দলনেত্রীর দিকেই তাকিয়ে ঘাসফুল শিবির

পশ্চিম মেদিনীপুরকে “গেরুয়া গ্রাস” থেকে মুক্ত করতে কাল দলনেত্রীর দিকেই তাকিয়ে ঘাসফুল শিবির

রাজ্যের একের পর এক জেলা সফরে গিয়ে গেরুয়া শিবিরের উদ্দেশ্য কটাক্ষ করে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তার সরকারের উন্নয়ন, আর অন্যদিকে সাম্প্রদায়িক বিজেপির দাপাদাপি নিয়ে কেন্দ্রের মোদী-শাহ জুটিকে প্রবল কটাক্ষ করছেন তিনি। আয রাজ্যের সেই সমস্ত জেলাগুলিতেই এবার বেশি করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যেইখানে বিগত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি।

কেননা, বিগত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, পুরুলিয়া সহ জঙ্গলমহলের কিছু এলাকায় বেশ ভালোই ফল করেছে বিজেপি। আর এতেই প্রবল চাপে পড়েছে রাজ্যের শাসকদল। আর তাই এই জঙ্গলমহলে জেলাগুলিতে সফর করে এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন তৃনমূল নেত্রী, যা সেখানকার তৃণমূল কর্মীদের আসন্ন লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন দিচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, আগামী কাল পশ্চিম মেদিনীপুরের কৃষিতে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিগত 2016 র বিধানসভা ও সাম্প্রতিক কালের পঞ্চায়েতে এই কেশিয়াড়িতে বেশ ভালোই ফল করেছে বিজেপি। এমনকি নির্বাচনের পরবর্তীতে গত সেপ্টেম্বর মাসে এইখানে খুন হতে হয়েছে বিভুরঞ্জন দাস নামে শাসকদলের এক কর্মীকে।

এমনকি কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির 13 টি আসন দখল করেও সেখানে বোর্ড গড়তে না পারায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। ফলে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে অর্থাৎ আজ এই ব্যাপারে একটি ধিক্কার মিছিলও আয়োজন করছে তারা। পাল্টা স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা অপেক্ষা করছেন যে, তাদের প্রিয় নেত্রী এসে আগামী লোকসভা নির্বাচনের আগেই কেশিয়াড়িতে দলের ভোট ব্যাংক বাড়াতে ঠিক কী বার্তা দেন!

কেননা কদিন আগেই পুরুলিয়ার বলরামপুরে বিজেপি প্রভাবিত এলাকায় গিয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূল কর্মীদের উজ্জীবিত করে দিয়ে এসছেন। ফলে এবার কেশিয়াড়িতে এসেও দলের কর্মীদের আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে উজ্জীবিত করার জন্য বেশ কিছু বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারে নিশ্চিত প্রত্যেকেই। অন্যদিকে বিগত পঞ্চায়েতে এই অঞ্চলে খারাপ ফলাফলের জন্য শাসকদলের স্থানীয় নেতাদেরই দায়ী করছেন অনেকে। তাই প্রশাসনিক সভায় এসে সেই সমস্ত নেতাদেরকেও সতর্ক করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি কদিন বাদেই বিজেপির রথযাত্রার প্রসঙ্গেও দলের নেতাকর্মীদের কোনোরূপ প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়ে রাজনৈতিকভাবে সেই রথ যাত্রার পাল্টা পবিত্র যাত্রা করারও আহ্বান দলীয় নেতাকর্মীদের কাছে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িকে বিজেপি মুক্ত করতে এখন জেলায় এসে ঠিক কী বার্তা দেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী এখন সেদিকেই তাকিয়ে শাসকদলের স্থানীয় নেতা কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!