এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি বিরোধী কর্মসূচীতে ঐক্যের অভাব তৃণমূলে! চিন্তায় শীর্ষ নেতৃত্ব

বিজেপি বিরোধী কর্মসূচীতে ঐক্যের অভাব তৃণমূলে! চিন্তায় শীর্ষ নেতৃত্ব

 

সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে ধর্না কর্মসূচি করার। আর সেইমত শনিবার রাজ্যের সমস্ত বিধানসভার পাশাপাশি কেশিয়াড়িতেও বিজেপির বিরুদ্ধে নাগরিকত্ব আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে।

কিন্তু তৃণমূল নেতৃত্বের ধর্না কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার আহবান জানালেও, সেই কর্মসূচিতে অনৈক্যের ছবি ধরা পড়তে শুরু করেছে। জানা যায়, এদিনের এই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি জগদীশ দাস, পবিত্র শীর্ষ, স্থানীয় তৃণমূল নেতা ফটিক পাহাড়ি, জেলা পরিষদ সদস্য মামনি মান্ডি, কল্পনা শীট সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর হেভিওয়েট এই সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের অনুপস্থিতি ঘিরে এখন তৈরি হয়েছে বিতর্ক। একাংশ বলছেন, সম্প্রতি কেশিয়াড়িতে তৃণমূলের সভাপতি পদে বদল এসেছে। যেখানে পবিত্র শীটকে সরিয়ে আনা হয়েছে অশোক রাউতকে। আর তার ফলেই কি পবিত্রবাবু এদিনের কর্মসূচিতে অনুপস্থিত থাকলেন! তা নিয়ে দলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

তবে তৃণমূলের এই ধারণা কর্মসূচিতে অনেকে না আসলেও, এদিনের ধরনা কর্মসূচি থেকে অনেক রাজনৈতিক দল থেকে প্রচুর কর্মী তৃণমূলে যোগদান করেছে বলে খবর। এদিন এই প্রসঙ্গে অশোক রাউত বলেন, “এদিনের কর্মসূচিতে বহু মানুষ এসেছেন। নেতৃত্ব নয়, মানুষ বড়। একসঙ্গে কাজ করার চেষ্টা করা হচ্ছে।”

এদিকে এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিধানসভায় তৃণমূল তাদের ধর্না কর্মসূচি করলেও কেশপুরে তৃণমূলের অনেক নেতা এই ধর্না কর্মসূচিতে যোগ না দেওয়ায়, দলের ঐক্য নিয়ে প্রশ্ন উঠে গেল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!