এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্লাবে বিস্ফোরণ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূলের কেষ্ট, জেনে নিন বিস্তারিত

ক্লাবে বিস্ফোরণ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূলের কেষ্ট, জেনে নিন বিস্তারিত

লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির উত্থান ঘটার পরই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে শুরু করে। যে ঘটনাগুলিতে কখনও শাসক দল বিজেপির বিরুদ্ধে, আবার কখনও বা বিজেপি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। আর এবার বীরভূমের মল্লারপুরের মেঘদূত ক্লাবে ভয়াবহ বোমা বিস্ফোরণে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, গত শনিবার রাতে এই মেঘদূত ক্লাবের ভয়াবহ বিস্ফোরণে ক্লাবটির প্রায় সিংহভাগ ধ্বংস হয়ে যায় এবং দেওয়াল ভেঙে পড়ে। এমনকি এই বিস্ফোরণের জেরে ক্লাবের পাশে থাকা একাধিক বাড়িরও বিপুল পরিমাণে ক্ষতি হয়। আর এই ভয়াবহ বিস্ফোরণের পরই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাল! এদিন এই প্রসঙ্গে মুখ খুলে বিজেপির বিরুদ্ধেই সরব হলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “সবাই জানে এই ক্লাবটি বিজেপি চালায়। ঝাড়খন্ড থেকে হাজার হাজার কোটো বোমায় এনে এখানে মজুদ করা হয়েছিল। এর পেছনে ওরাই জড়িত।”

অন্যদিকে এই ক্লাবে বিস্ফোরণের পর সেখানে দমকল আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়েও প্রশ্ন করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তিনি বলেন, “কেন দমকল জল মারতে গেল! ওটার জন্য তো অনেক প্রমান নষ্ট হয়েছে। কেন সাথে সাথে সিআইডিকে ডাকা হল না! গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে।”

তবে বিজেপির তরফে অবশ্য এই সমস্ত অভিযোগকে অস্বীকার করা হয়েছে। সব মিলিয়ে এবার ক্লাবে ভয়াবহ বিস্ফোরণে গেরুয়া শিবিরের দিকেই অভিযোগের আঙুল তুললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!