এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি না তৃণমূল কোথায় হবে বিপ্লবের নতুন ঠিকানা? জল্পনা বালুরঘাট থেকে বালিগঞ্জ – সর্বত্র!

বিজেপি না তৃণমূল কোথায় হবে বিপ্লবের নতুন ঠিকানা? জল্পনা বালুরঘাট থেকে বালিগঞ্জ – সর্বত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার সময় ঠিক এভাবেই জল্পনা তৈরি করেছিলেন তিনি। যোগদান করবেন করবেন বলেও পিছিয়ে গিয়েছে সেই যোগদান। পরবর্তীতে সদলবলে দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তিনি। আর এবার দক্ষিণ দিনাজপুর জেলার সেই বিপ্লব মিত্রের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। বুধবার রাত থেকেই বিপ্লব মিত্রের অনুগামীদের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, বৃহস্পতিবার দুপুর 1:30 মিনিটে বিজেপিতে যোগদান করছেন বিপ্লব মিত্র।

স্বাভাবিকভাবেই দক্ষিণ দিনাজপুর জেলা শুধু নয়, গোটা রাজ্যজুড়ে বিজেপির একটি হিট উইকেট পড়া নিয়ে তৃণমূলের নানা মহলের তরফে বিজেপিকে বেকায়দায় ফেলার প্রয়াস চালানো হয়। আর বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের এই যোগদান পর্বের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু শেষ পর্যন্ত তেমনভাবে কোনো যোগদান পর্ব অনুষ্ঠিত হতে দেখা যায়নি। আর তারপরেই জল্পনা ছড়িয়েছে যে, তাহলে কি বিপ্লব মিত্র থেকে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে? শেষ পর্যন্ত তার তৃণমূলে যোগদানের ব্যাপক জল্পনা ছড়ালেও, তিনি পা বাড়াচ্ছেন না ঘাসফুল শিবিরে?

জানা গেছে বর্তমানে বিপ্লব মিত্র কলকাতায় রয়েছেন কিন্তু এই ব্যাপারে তিনি এখনো পর্যন্ত কোন প্রকার মুখ খুলছেন না। অনেকে বলছেন, গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষ পরাজিত হওয়ার পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি পদ বিপ্লব মিত্রের কাছ থেকে কেড়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব দেওয়া হয় অর্পিতা ঘোষকে। আর এরপর এই গোটা ঘটনায় আপত্তি জানিয়ে বিজেপিতে যোগদান করেন বিপ্লব মিত্র। তবে বিজেপিতে গিয়েও সেভাবে তিনি গুরুত্ব পাচ্ছেন না বলে নানা মহলের তরফে জল্পনা তৈরি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি অর্পিতা ঘোষকে জেলা তৃণমূল সভাপতি পদ থেকে সরানোর পরই সেই বিপ্লব মিত্রের আবার তৃণমূলে ফিরে আসা নিয়ে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়। বুধবার রাত জুড়ে বিপ্লববাবুর অনুগামীদের সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরিপ্রেক্ষিতে কার্যত ধরে নেওয়া হয়েছিল যে, বৃহস্পতিবার বড়সড় দলবদল হচ্ছে বঙ্গ রাজনীতিতে। কিন্তু শেষ পর্যন্ত তা আর অনুষ্ঠিত হল না। তবে অনেকে বলছেন, এই দলবদল শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে। আর সেই দিনই তৃণমূল ভবন থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বিপ্লব মিত্র।

কিন্তু বৃহস্পতিবার এই যোগদান পর্বের কথা থাকলেও, কেন তা অনুষ্ঠিত হল না? জানা গেছে, প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের প্রয়াণের কারণেই এদিন তৃনমূলের এই যোগদান পর্ব থমকে গেছে। তবে এই ব্যাপারে জল্পনার অবকাশ থাকলেও সত্যি সত্যিই বিপ্লব মিত্র শুক্রবার তৃণমূলে যোগদান করবেন কিনা, তা নিয়ে একটা বড় সংশয় রয়েছে। তবে তার অনুগামীরা একপ্রকার নিশ্চিত যে, আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই দাদা ঘরে ফিরবেন।

এদিন এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি তৃণমূলে ফিরছেন? এদিন এই প্রশ্নের উত্তরে বিপ্লব মিত্র বলেন, “এখন কিছু বলব না। সবকিছু সময় বলব।” এখন দেখার বিষয়, বুধবার রাজ্য জুড়ে যে জল্পনা চলেছে এবং বৃহস্পতিবার সকালে তা যেভাবে ভেস্তে গেছে, তাতে শুক্রবার এই জল্পনায় শেষ পর্যন্ত সীলমোহর পড়ে, নাকি বিজেপিতেই থেকে যান বিপ্লব মিত্র! এর উত্তর খুঁজতেই ব্যস্ত থাকবে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!