এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই খুনের ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনে বিজেপিকে কাঠগড়ায় তুললেন গর্গ!

গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই খুনের ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনে বিজেপিকে কাঠগড়ায় তুললেন গর্গ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি সুকফা এবং অহম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছেন পশ্চিমবঙ্গের গর্গ চট্টোপাধ্যায়। আর এরপরই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পরেই এবার বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গেল গর্গ চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এনআরসির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যাচ্ছে এই ব্যক্তিকে। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে একটি টুইট ট্যাগ করেন গর্গ চট্টোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “সর্বানন্দ সোনোয়াল কেন নিয়মিত চিনা আক্রমণ এবং তাদের সেনাদের নিয়ে উদযাপন করেন? কেন নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফাও অনুপ্রবেশকারীদের নিয়ে উদযাপনে মাতে! প্রকৃত ভারতীয়রা কি জানেন যে, করদাতাদের অর্থ দিয়েই আসামে বিজেপি চিনা অনুপ্রবেশকারীদের মূর্তি তৈরি করে!” আর তার এই মন্তব্যের পরে তীব্র বিতর্ক তৈরি হয়।

পাশাপাশি আলফাকেও বিধেন তিনি। কড়া ভাষায় আক্রমণ শুরু করে বলেন, “চিনকে ভালোবাসে, সেই জঙ্গী পরেশ বড়ুয়ার সঙ্গে কি সম্পর্ক রয়েছে আলফার? চাইনিজদের সঙ্গে পরেশ বড়ুয়ার কি সম্পর্ক এবং আলফার কি সম্পর্ক রয়েছে! বাঙালিরা এটা জানে। কারণ তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। আলফা করেনি।” এদিকে এই ঘটনার পরেই জুন মাসের 18 তারিখে চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। যেখানে ভাস্কর গগৈ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন যে, গর্গ চট্টোপাধ্যায় সুকফাকে চিনা গ্রহণকারী হিসেবে অভিহিত করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি অহম সম্প্রদায়ের এবং অসমিয়া সমাজকেও চীনা আক্রমণকারী বলে উল্লেখ করেছেন। আর এর পরেই তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 29 এ 153a, 500 এবং 506 ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। পুলিশকে এই ব্যাপারে কড়া নির্দেশ দেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অতি দ্রুত গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত বলে জানিয়ে দেন তিনি। আর তার বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য অসম পুলিশ তৎপর হতেই এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন গর্গ চট্টোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “আমার প্রাণ বিপন্ন। একটি ষড়যন্ত্র চলছে। যেটা আসামের বিজেপি থেকে চালু করা হয়েছে। তড়িঘড়ি আমাকে আসামে নিয়ে গিয়ে পুলিশের হাতে কিংবা জনগণের হাতে ছেড়ে দিয়ে আমাকে অত্যাচার করা অথবা খুন করার পরিকল্পনা করা হয়েছে। এইসব চক্রান্তের যে লিখিত প্রমাণ রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। আমি বাঙালিদের পক্ষে একটি বাস্তব কথা বলে এসেছি। বারংবার অসমের বাঙ্গালীদের উপর অত্যাচারের কথা বারবার বলে এসেছি বলেই আমার মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার তোড়জোড় চলছে।”

আর গর্গ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে এখন তীব্র শোরগোল পড়ে গিয়েছে। যেভাবে তিনি তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করে বিজেপিকে কাঠগড়ায় তুললেন, তাতে গোটা পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা বিষয় কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!