এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি সভাপতির বোনকে ধর্ষণ ও খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রনক্ষেত্র এলাকা!

বিজেপি সভাপতির বোনকে ধর্ষণ ও খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রনক্ষেত্র এলাকা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এবার রণক্ষেত্রের আকার নিল উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা। এতদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস সহ পুলিশ প্রশাসন দিয়ে নেতাকর্মীদের হেনস্থা করা, ইত্যাদি অভিযোগ তুলেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবার বিজেপি বুথ সভাপতির বোনকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগে নাম জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের। যে ঘটনায় উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগড়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গেছে, রবিবার ভোরে বাড়ির পাশেই চোপড়াগজের বিজেপির সভাপতির বোন শৌচালয় গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার পথে বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে অপহরণ করে। আর এরপরই সোনারপুর গ্রাম পঞ্চায়েতের চোপড়াগজের কাছে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সেখানে তাকে দূর ধর্ষণ করা হয় বলে অভিযোগ আর এরপরই তাকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করেন দুষ্কৃতীরা।

এদিকে এই ঘটনার পরেই সেই কিশোরীর খবর না পেয়ে স্থানীয়রা বিভিন্ন জায়গায় তার খোঁজ করতে শুরু করেন। আর এর পরেই সেই কিশোরীকে অচৈতন্য অবস্থায় ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে চোপড়ের দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই সেই কিশোরী শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আর এই ঘটনার পরেই রীতিমত সরব হয় ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো, ইত্যাদি ঘটনা বিজেপির পক্ষ থেকে প্রতিবাদের মাধ্যমে জানানো হয়েছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গ উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরজিত সেন বলেন, “তৃণমূল এই ধরনের কাজ করেছে।” স্বাভাবিকভাবেই যখন নির্বাচন এগিয়ে আসছে, তখন তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ তোলার সাথে সাথে উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপির দাবি, দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে।

এদিকে গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কার। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ব্যাপারে পুলিশ ঠিকমত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যেমন বিজেপি প্রশ্ন তুলবে, ঠিক তেমনই অস্বস্তিতে পড়বে তৃণমূল কংগ্রেস। ফলে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, পুলিশ এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে এবং প্রকৃত দোষীরা গ্রেফতার হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!