এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান,বীরভূমের পর এবার জলপাইগুড়ি মারের বদলা নিলো বিজেপি

বর্ধমান,বীরভূমের পর এবার জলপাইগুড়ি মারের বদলা নিলো বিজেপি

যত দিন যাচ্ছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তি তাতো বাড়ছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা থেকেই অভিযোগ, বিরোধীদের ঠেকানোর জন্য শাসক দলের বাহিনী বিডিও দফতরের ভিতরেই মনোনয়নপত্র ছিঁড়ে ফেলে দিচ্ছে! মনোনয়ন জমা দিতে যাওয়া এবং ফেরার পথে চলছে বেধড়ক মার। কোথাও কলার ধরে বার করে দেওয়া হচ্ছে বিরোধী দলের প্রতিনিধিকে। এমনকী, রেহাই পাচ্ছেন না বিরোধী দলের অন্তঃসত্ত্বা কর্মীও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে নিজেদের প্রতিরোধ নিজেদের গড়ার নির্দেশ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন মারের বদলা মার্। সেই নির্দেশকে মাথা পেতে নিয়ে বর্ধমান বীরভূমের পর এবার জলপাইগুড়িতে পাল্টা মার্ মারলো বিজেপি। অভিযোগ তৃণমূলের কর্মীদের মারধর করেছে বিজেপি। এদিন জলপাইগুড়ির মেটেলি ব্লকে প্রথম দিন থেকেই মনোনয়নপত্র তুলতে বাধা দিচ্ছে ফলে বিরোধীরা মনোনয়নপত্র তুলতে পারেনি। আজও মেটেলি বিডিও অফিসের গেট আটকে রেখে বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল কংগ্রেসের লোকজন। তারা ফায়ার আসেন পরে দলবল নিয়ে যান ফের বাধার মুখে পরে পাল্টা প্রতিরোধ করেন এরপর তৃণমূলের সাথে মারপিট লাগে বিজেপির। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূলের অভিযোগ, BJP-র লোকজন তাদের উপর হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে বিজেপি দাবি করেছে তাদের কর্মীরাই আক্রান্ত হয়েছেন তৃণমূলের দ্বারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!