এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির পাশে দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করলেন সুজন

বিজেপির পাশে দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করলেন সুজন

বিজেপি ত্রিপুরা জয় করার পর ত্রিপুরাতে লেলিনের মূর্তি ভাঙা হয়। তৃণমূল সহ বিরোধীদের দাবি এটা বিজেপির কাজ। অন্যদিকে বিজেপির দাবি ত্রিপুরাতে কমিউনিস্টরা লেনিনের মূর্তি ভাঙার কাজ করেছে ।আর আজ বাঙালির প্রাণের শহর কলকাতাতেও এই মূর্তি ভাঙার রাজনীতি ফিরে এল। কালি লাগিয়ে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি।আর এই নিয়েই মুখ খুললেন সুজন চক্রবর্তী। এদিন তিনি বিজেপির পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করলেন।তিনি এদিন বলেন যে,“গত ৭ বছরে একাধিকবার মূর্তি ভাঙা হয়েছে। লেনিন থেকে শুরু করে শ্যামাপ্রসাদ। মুখ্যমন্ত্রীকে এর উত্তর দিতে হবে।”
পাশাপাশি সাংবাদিক বৈঠকে সুজনবাবু বলেন, “সংবাদমাধ্যমে দেখলাম, যারা মূর্তি ভেঙেছে তারা নাকি নিজেদের র‌্যাডিকাল বলে দাবি করছে। এই র‌্যাডিকালরা তো একসময় তৃণমূলকে ভোটে জিততে সাহায্য করত। বামেদের বিরোধিতা করত। যদিও তারাই আবার আজকে লেনিনের প্রশ্নে সদর্থক ভূমিকা নিচ্ছে।”তিনি এদিন একে উস্কানিমূলক রাজনীতিও বলেছেন। তিনি বলেন,“যারা এইধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আসলে উস্কানি দিতে চাইছে। লেনিনের মূর্তি ভাঙায় সারা দেশে যে প্রতিক্রিয়া হয়েছে, তাকে বিপথে চালিত করার জন্য এইধরনের ঘটনা ঘটানো হচ্ছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!