এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  এই ইস্যুতে দল অনুমোদন না দিলেও বিজেপি-তৃণমূল কর্মীরা বামফ্রন্টকে সমর্থন করবেন বলে দাবি সূর্যকান্ত মিশ্রর

 এই ইস্যুতে দল অনুমোদন না দিলেও বিজেপি-তৃণমূল কর্মীরা বামফ্রন্টকে সমর্থন করবেন বলে দাবি সূর্যকান্ত মিশ্রর

আগামী 8 এবং 9 জানুয়ারি সারা দেশজুড়ে কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে বাম শ্রমিক ও কর্মচারী সংগঠন গুলির পক্ষ থেকে এক সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের প্রবল বিরোধী হলেও বামেদের ডাকা এই ধর্মঘটকে তাঁরা সমর্থন করবে না বলেই প্রথম থেকে স্পষ্টতই জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এমনকি বিজেপির বিএমএস এবং তৃণমূলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন এই বামেদের ডাকা ধর্মঘটে সামিলও হচ্ছে না। তবে প্রকাশ্যে এই ধর্মঘটকে তাঁরা সমর্থন না করলেও রুটি, রুজির স্বার্থে অনেকেই তাদের এই ধর্মঘট কে সমর্থন করবে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

তবে বামেদের এই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। কিন্তু বিজেপি বিরোধিতায় যখন সারাদেশে একজোট কংগ্রেস, বাম এবং তৃণমূল, তখন সেখানে কেন সেই বিজেপির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস?

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের সরকার এবং দল কর্মনাশা ধর্মঘটের পদ্ধতিকে কোনওদিনই বরদাস্ত করবে না।” তবে তৃণমূলের এই বনধ বিরোধী মনোভাব নিয়ে এদিন রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এদিন তিনি বলেন, “এই রাজ্যে তৃণমূল সরকারকে লোকে ছুটির সরকার বলে হাসাহাসি করে। কথায় কথায় যিরা এত ছুটি দেয় তাদের মুখে কর্মসংস্কৃতির কথা মানায় না।” কিন্তু প্রকাশ্যে তৃণমূল এবং বিজেপির শ্রমিক সংগঠন তাদের এই ধর্মঘটে সামিল না হলেও অনেক কর্মীরাই এই ধর্মঘটকে সমর্থন করবেন এবং রাজ্যে বামেদের ডাকা এই ধর্মঘট সর্বাত্মক চেহারা নেবে বলে এদিন দাবি করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

অন্যদিকে বামেদের ডাকা এই ধর্মঘটকে সমর্থন করা প্রসঙ্গে রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বলেন, “মোদি সরকারের বিরুদ্ধে এই দেশব্যাপী কর্মসূচিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।” রাজনৈতিক মহলের মতে, সারা দেশে বিজেপি বিরোধিতায় তৃণমূল পথে নামলেও কেন সেই বিজেপি বিরোধিতাকে কেন্দ্র করে বামেদের ডাকা ধর্মঘটে সেই তৃণমূল শামিল হচ্ছে না! এদিন সেই প্রশ্ন তুলেই রাজ্যের শাসক দলকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করছেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!