এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দেশকে পথ দেখাচ্ছে তৃণমূল, তৃণমূলনেত্রীর রোষানলে আগামীদিনে বিজেপি ভস্মীভূত হয়ে যাবে: অভিষেক ব্যানার্জি

দেশকে পথ দেখাচ্ছে তৃণমূল, তৃণমূলনেত্রীর রোষানলে আগামীদিনে বিজেপি ভস্মীভূত হয়ে যাবে: অভিষেক ব্যানার্জি

রাজ্য এবং কেন্দ্রের দ্বন্দ্বকে হাতিয়ার করে ফের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের আয়োজিত জনসভার মঞ্চ থেকে গর্জে অভিষেক বলেন,পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেলে ধর্নায় বসে গোটা দেশকে দিশা দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান রক্ষার এই লড়াইতে তাকে সমর্থন করেছেন দেশের বহু বিরোধী দলের শীর্ষনেতারা। কিন্তু কেউ তৃণমূল নেত্রীর মতো এগিয়ে এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস দেখাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপের আগুনেই আগামীদিনে বিজেপি ভস্মীভূত হয়ে যাবে।

বাঁকুড়ার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরর পাশাপাশি একই মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু এবং মেন্টর অরূপ চক্রবর্তী প্রমুখরা।

সভামঞ্চে ভাষণ দিতে উঠেই চিরাচরিত স্টাইলে প্রথম থেকেই বিজেপিকে তোপ দাগতে শুরু করেন অভিষেক। বলেন,মুকুল রায়কে পাশে বসিয়েই বিজেপি নেতারা বলেছিলেন,এ রাজ্যে ক্ষমতায় এলে কোনো দুর্নীতিবাজকে তাঁরা রেহাই দেবে না। অথচ সারদা মামলায় অভিযুক্ত মুকুল রায়ই তাঁদের দলের সদস্য।

এরপর সরাসরি বিজেপিকে দুর্নীতিবাজদের দল বলে আক্রমণ করে বলেন,’দু’-একটা জঞ্জাল নিয়ে বিজেপি বাংলা দখলের চেষ্টা করছে। বিজেপি বাংলাকে ভাগ করে আগুন জ্বালাতে চাইছে। ওরা এরাজ্যে রথ বের করতে চেয়েছিল। কিন্তু, সুপ্রিম কোর্ট ওদের বাড়া ভাতে ছাই দিয়েছে। সিপিএমের হার্মাদরা গেরুয়া জামা পরে ফের গণ্ডগোল পাকাচ্ছে। ওরা সফল হবে না। মাঠে-ঘাটে কীভাবে বুঝে নিতে হয় তা আমরা জানি।’

গেরুয়াশিবির বারবার অভিযোগ করেছে,বাংলার মাটিতে বিজেপিকে সভা করতে বাধা দেয় তৃণমূল। এই অভিযোগের জবাব দিতে অভিষেক বলেন,বাংলায় বিজেপির সভা নিয়ে তৃণমূলের কোনো আপত্তি নেই। তবে পুরুলিয়ার সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ রাজ্যের গনতন্ত্র নিয়ে বড় বড় কথা বলেছেন। অথচ তাঁর রাজ্যেই গোরক্ষার নামে পুলিশ খুন হচ্ছে। প্রতিদিন একাধিক মানুষ নিহত হচ্ছে।

তাই বাংলার মাটিতে তাঁর গনতন্ত্র বাঁচাও সভা মানায় না। অভিষেক আরো বলেন, ইডি,সিবিআই দিয়ে যতোই তৃণমূলের পথ রোখার চেষ্টা করা হোক না কেন,এভাবে তৃণমূলকে থামানো যাবে না। প্রসঙ্গে গর্জে উঠে বললেন,’আমরা সিপিএমের মতো বুথ দখল আর রিগিং করে ক্ষমতা ধরে রাখিনি। মানুষের আশীর্বাদে আমরা ভোটে জয়লাভ করেছি। তাই আমরা কারও কাছে মাথা নত করব না।

আমাদের বিরুদ্ধে সিবিআই লাগালে বাংলার মানুষের কাছে ১০গোল খেয়ে বিজেপিকে দিল্লি ফিরে যেতে হবে।’ এরপর বিজেপিকে প্রতিহিংসাপরায়ণ দল বলে দাবী করেন অভিষেক বলেন,এ রাজ্যে দুর্গাপুজো কমিটিগুলোকে আইকর দপ্তর নোটিশ পাঠাচ্ছে। অথচ মহারাষ্ট্রে গণেশ পুজো বা উত্তরপ্রদেশের হনুমান জয়ন্তী পালন করা ক্লাবগুলোকে কোনও নোটিস পাঠানো হচ্ছে না।

এই ঘটনাই প্রমাণ দেয় বিজেপি কতোই প্রতিহিংসাপরায়ণ দল। তাই এই রাজনৈতিক দলকে দেশের উন্নয়নের প্রয়োজনে,রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রয়োজনে সর্বস্বান্ত করা একান্ত জরুরি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সংসদ সদস্য সৌমিত্র খাঁকে নিশানা করে তীব্র কটাক্ষ করেন অভিষেকবাবু। বলেন,’আগামী দিনে লোকসভা ভোটের টিকিট পাবে না জেনেই বিষ্ণুপুরের সংসদ সদস্য বিজেপিতে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষার মধ্যে থেকেও তিনি বাঁকুড়ায় পা রাখতে ভয় পাচ্ছেন। অামার বিরুদ্ধে মামলার হুঁসিয়ারী দিয়েছেন।’ এরপর পাল্টা হুমকি দিয়ে অভিষেক বললেন,যাঁদের ভরসায় উনি বড় বড় কথা বলছেন, সেই অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়দের আমি আদালতে ঘুরপাক খাইয়েছি।

উল্লেখ্য,গতকাল ওন্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বাঁকুড়া জেলা পর্যবেক্ষককে দেখার জন্যেই রেকর্ড পরিমান লোক জমায়েত হয়েছিল সভাস্থলে।

এমনকি ফুটবল ময়দানের স্টেডিয়াম এবং আশেপাশের বাড়ির ছাদে উঠেও মানুষ তৃণমূলের সভা চাক্ষুস করেন। সভা শেষে তিনি বাঁকুড়ার শুনুক পাহাড়ীতে পুলিসের উদ্যোগে আয়োজিত জঙ্গলমহল ও সৈকত কাপ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। সেই সভায় পুলিস সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!