এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি ভয়ে কি কাঁপছে তৃণমূল? বিজেপি সাংসদের কার্যালয়ে তৃণমূল বিধায়ক তালা ঝোলাতেই উঠছে প্রশ্ন

বিজেপি ভয়ে কি কাঁপছে তৃণমূল? বিজেপি সাংসদের কার্যালয়ে তৃণমূল বিধায়ক তালা ঝোলাতেই উঠছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শারদ উৎসব শুরু হবার ঠিক আগমুহূর্তে এবার কোচবিহারের রাজনৈতিক উত্তেজনা চরমে ধারণ করল। জানা গেছে, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কার্যালয় উদ্বোধনের আগে এবং পরে সেখানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনায় মূল অভিযোগের আঙুল উঠেছে দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং কাউন্সিলার জয়দীপ ঘোষের বিরুদ্ধে।

আর এই ঘটনার পরেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কোচবিহারে বিজেপিকে ভয় পেতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস? তাই বিজেপি সাংসদের কার্যালয় উদ্বোধনের আগে সেখানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হল শাসকদল? বস্তুত, গত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই সেখানে বিজেপি প্রভাব বাড়তে শুরু করে। তবে সাম্প্রতিক কালে তৃণমূল রদবদল করে সেই জেলার সংগঠনের ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করে।

পাশাপাশি বিজেপিকে কুপোকাত করবার জন্য নানা ব্লু প্রিন্ট তৈরি হয়। কিন্তু এমত পরিস্থিতিতে বিজেপি সাংসদ নিজের কার্যালয় খুলতে উদ্যোগী হলেও, যেভাবে তৃণমূলের পক্ষ থেকে সেখানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল, তাতে তৃণমূল বিজেপিকে ভয় পেয়েই এই কাজ করছে বলে দাবি করতে শুরু করেছে বিজেপির একাংশ। যার ফলে উৎসবের মরসুমের আগে এই ঘটনায় অভিযুক্ত হয়ে কিছুটা হলেও চাপে পড়ে গেল শাসকদল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার বিকেলে দিনহাটা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মদনমোহন বাড়ির অপূর্ব পার্ক  হওয়ার কথা এলাকায় একটি বাড়িতে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কার্যালয় উদ্বোধনছিল। কিন্তু তার আগেই দুপুরে সেই অফিসে বেশ কিছু যুবক হামলা চালায় বলে অভিযোগ ওঠে। যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় কাউন্সিলর জয়দীপ ঘোষের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সেখানে গিয়ে উদ্বোধনের জিনিসপত্র তছনছ করে ফেলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই ঘটনা নিয়েই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যার ফলে সেই তৃণমূল কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। একাংশ বলছেন, শারদোৎসবের আগে এভাবে বিজেপি সাংসদ নিজের কার্যালয় উদ্বোধনের উদ্যোগে হলে যেভাবে তাতে বাধা এল এবং অভিযোগের আঙ্গুল উঠল শাসকদলের বিরুদ্ধে, তাদের তৃণমূল এখানে ব্যাপক চাপে পড়ল।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। তিনি বলেন, “দিনহাটার মানুষ গত লোকসভায় আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। তখন কথা দিয়েছিলাম, দিনহাটা শহরে একটি সংসদ কার্যালয়ে করব। সেই মতো মহাপঞ্চমীর দিন এই কার্যালয় উদ্বোধনের দিন ঠিক করা হয়। রাজনীতি করার অফিস নয় এটা। অথচ পুজোর দিন ওরা অশান্তি করল। আসলে ওরা ভাঙ্গার রাজনীতি করে। গড়ার নয়।” কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তা কতটা সত্যি?

এদিন এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ বলেন, “কয়েকদিন ধরে স্থানীয়দের থেকে অভিযোগ পাচ্ছিলাম। ঐ বাড়িটিকে বাইরের ছেলেরা রং করেছে। ওই বাড়িতে কেউ থাকে না। বাড়ির লোকজন আমাকে ফোন করে জানান, দাদা কেউ আমাদের বাড়ি গেরুয়া রং করে পার্টি অফিস করার চেষ্টা করছে। তারপরে আমি সেখানে যাই। গিয়ে দেখি, ঘরের ভেতর মদের আসর। বেশ কিছুদিন ধরেই বাড়িতে বাইরের লোকজন ঢুকে অসামাজিক কাজ করে। বাধা দিতে গেলে ওরাই গায়ে হাত দেয়। পুলিশ এলে ওদের বলি, এখানে তালা ঝুলিয়ে দিন। পাড়ায় কোনো রকম অসামাজিক কাজ চলবে না। বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে।”

একইভাবে তার বিরুদ্ধে ওঠা সম্পূর্ন অভিযোগ অস্বীকার করেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি বলেন, “ওখানে পার্টি অফিস হতে পারে না। যারা বাড়িভাড়া দিয়েছেন, তারা পৌরসভা বা থানায় কিছু জানাননি। কিন্তু পৌরসভায় তো জানাতে হবে। স্বাভাবিক ভাবেই আমাদের ব্যবস্থা নিতে হয়েছে। যখন শুনলাম ওরা আমাদের লোকেদের গায়ে হাত দিয়েছে, তখন আমি সেখানে গিয়েছি।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যে যাই বলুন না কেন, সাংসদের কার্যালয় উদ্বোধন করা নিয়ে যেভাবে দুই রাজনৈতিক দলের মধ্যে দরজা সৃষ্টি হল, তাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হতে পারে কোচবিহার জেলার রাজনীতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!