এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তিন বছরেও কপাল খোলেনি বিজেপিতে, ঘনিষ্ঠরা ফিরেছেন তৃণমূলে! ক্রমশ জল্পনা বাড়ছে মুকুল রায়কে ঘিরে

তিন বছরেও কপাল খোলেনি বিজেপিতে, ঘনিষ্ঠরা ফিরেছেন তৃণমূলে! ক্রমশ জল্পনা বাড়ছে মুকুল রায়কে ঘিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে থাকার সময় বিরোধীদের ঘর ভেঙে বাজিমাত করেছিলেন তিনি। তবে তিনি তৃণমূল ছাড়ার পর বিজেপিতে গেলেও তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে ঘাসফুল শিবির। কিন্তু চাণক্যের বুদ্ধির কাছে যে সকলেই হার মানতে বাধ্য, তা প্রমাণ করে দেন মুকুল রায়। বিজেপিতে যোগদানের সাথে সাথেই তৃণমূলের ঘর ভাঙতে সক্ষম হন তিনি। একের পর এক সাংসদ, বিধায়ক সহ হেভিওয়েট নেতাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করান হেভিওয়েট এই বিজেপি নেতা।

প্রায় তিন বছরের বেশি সময় হয়ে গেল, তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি। আর তার হাত ধরে তৃণমূলের যে সমস্ত হেভিওয়েট নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের অনেকেই এখন বিজেপির গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। কিন্তু যার হাত ধরে সেই সমস্ত নেতারা আজকে বিজেপিতে এসে গুরুত্বপূর্ণ পদ পেলেন, সেই মুকুল রায় এখনও বিজেপিতে পদহীন নেতা হিসেবেই পরিচিত।

বারবার জল্পনা তৈরি হয়েছে তাকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো জায়গা পাননি তিনি। উল্টে তার অনুগামীরা বিজেপিতে অতটা গুরত্ব না পেয়ে ফিরে যেতে শুরু করেছেন তৃনমূল কংগ্রেসে। দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্রের পর এবার মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তুষার কান্তি ভট্টাচার্য্য বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর মুকুলবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই দুই নেতা আবার তাদের পুরনো দল তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবার মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, দীর্ঘদিন ধৈর্য রেখে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভায় বিজেপিকে সাফল্য পাইয়ে দিয়েছেন মুকুলবাবু। বারবার দিল্লিতে ডেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে, কাজে লাগানো হবে। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত তাকে কোনো জায়গা দেয়া হয়নি। সামনে বিধানসভা নির্বাচন। সেখানে যদি বিজেপিতে ভালো ফল করতে হয়, তাহলে মুকুল রায়কে ভালো জায়গা দিতেই হবে। আর এমত পরিস্থিতিতে মুকুল রায়ের অনুগামীরা যেভাবে আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন, তাতে বিজেপি এবং মুকুল রায় অনেকটাই চাপে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের প্রশ্ন, তাহলে কি বিজেপিতে গুরুত্ব না পেয়ে এই সমস্ত নেতারা তাদের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের ফিরে গেলেন! নাকি এর পেছনে মুকুল রায়ের সূক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে? নিজের অনুগামীদের এখন তৃণমূল কংগ্রেসের পাঠিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, তাকে যদি ঠিক মত জায়গা দেওয়া হয়, তাহলে তিনিও ভবিষ্যতে এরকম কোনো সিদ্ধান্ত নেবেন! সমালোচকদের একাংশ এই রকম জল্পনা উস্কে দিতে শুরু করেছেন। যদিও বা প্রথম থেকেই মুকুল রায় দাবি করে এসেছেন, তিনি বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে মুকুল রায় এখনও পর্যন্ত নীরবতা পালন করে বিজেপিতেই রয়েছেন। তবে যদি এভাবেই চলতে থাকে এবং বিধানসভা নির্বাচনের আগে যদি তাকে বিজেপিতে কোনো গুরুত্বপূর্ণ জায়গা না দেওয়া হয়, তাহলে এরকম আরও অনেক ঘটনার বহিঃপ্রকাশ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন বিজেপি নিজেদের ঘর বাঁচাতে মুকুল রায়কে গুরুত্ব দিয়ে তৃণমূলের ঘরে ভাঙ্গন ধরায়, নাকি গোটা পরিস্থিতি এভাবেই চলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!