এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি থেকে ৩ নির্দলকে ছিনিয়ে অবশেষে ২ বছর বাদে পঞ্চায়েত বোর্ড গড়ল তৃণমূল, তাতেও অশান্তি!

বিজেপি থেকে ৩ নির্দলকে ছিনিয়ে অবশেষে ২ বছর বাদে পঞ্চায়েত বোর্ড গড়ল তৃণমূল, তাতেও অশান্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির কাছ থেকে পঞ্চায়েত বোর্ডকে কেড়ে নিয়েও স্বস্তি পেল না তৃনমূল কংগ্রেস। বোর্ড গঠনের সভা শুরু হতেই রীতিমতো হৈ হট্টগোল বেধে গেল। জানা গেছে, বুধবার মাথাভাঙ্গা 1 ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পক্ষ থেকে বোর্ড গঠন করা হয়। 13 সদস্যবিশিষ্ট এই পঞ্চায়েতের বোর্ড গঠন সভায় তৃণমূলের 6 জন সদস্য উপস্থিত ছিলেন। তবে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হতেই এক সদস্য পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে গেলে 5 জনকে নিয়ে সেই সভা হয়। আর সেই সভায় সর্বসম্মতিক্রমে প্রধান হিসেবে হামিজা বিবি এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব নেন টুম্পা বর্মণ।

তবে এত কম সদস্য নিয়ে বোর্ড গঠন হওয়ায় এবার সেই বোর্ড কতদিন টেকসই হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তৃণমূলের অনেকেই। যার ফলে তৈরি হয়েছে চাঞ্চল্য। কিছুদিন আগেই কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্যকে তৃণমূলের পক্ষ থেকে যোগদান করানো হয়েছিল। কিন্তু সেই নির্দল সদস্য এবং দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য উপস্থিত না থাকায় তৈরি হয়েছে প্রশ্ন। তাহলে কি তারা তৃণমূলের সাথে নেই?

এদিন এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক হিতেন বর্মণ বলেন, “কুর্শামারিতে আমাদের সাতজন পঞ্চায়েত সদস্যদের মধ্যে ছয়জন ছিলেন। একজন স্বাক্ষর করে বেরিয়ে যান। পঞ্চায়েত সদস্যরা নিজেরা সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন করেছেন। দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, দলের প্রতিকে জিতে আসা গ্রাম পঞ্চায়েত সদস্যকে প্রধান করা হবে। সেই কারণে হামিজা বিবিকে প্রধান করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে প্রধানের দায়িত্ব পাওয়ার পর এই মানুষের কাজ করা হবে বলে জানিয়েছেন হামিজা বিবি। তিনি বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নানা কারণে বোর্ডের স্থায়িত্ব নিয়ে সমস্যা হওয়ায় সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমার প্রথম কাজ হবে সাধারণ মানুষকে সুষ্ঠ পরিষেবা প্রদান করা।” এদিকে এদিনের এই বোর্ড গঠনের সভায় বিজেপির কোনো সদস্যকে উপস্থিত থাকতে দেখা যায়নি। কেন তারা সেখানে গেলেন না?

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলেন, “কুর্শামারিতে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরা বোর্ড গঠন সভায় গেলে তৃণমূল অযথা অশান্তি তৈরি করত। তাই সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অশান্তি এড়াতেই আমাদের সদস্যরা সেই সভায় যাননি।” তবে বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ এবং উত্তপ্ত হওয়ার ঘটনা ঘটেছে।

তাই এবারে কুর্শামারিতে বোর্ড গঠন হলেও, তাতে অশান্তির আশঙ্কা করে বিজেপির অনুপস্থিতি নয়া মাত্রা যোগ করল। তবে তৃণমূলের পক্ষ থেকে যে আশঙ্কা করা হচ্ছে যে, এই সাময়িক সদস্য নিয়ে কতদিন‌ বোর্ড টিকে থাকবে, ফলে সেই আশঙ্কায় সীলমোহর পড়ে, নাকি তৃণমূল এই বোর্ড দখল করে রাখতে সক্ষম হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!