এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় তৃণমূলকে ‘ভাঙতে’ বিজেপির ‘অস্ত্র’ কি রাষ্ট্রপতি শাসন? জল্পনা বাড়িয়ে দিলেন খোদ কৈলাশ

বাংলায় তৃণমূলকে ‘ভাঙতে’ বিজেপির ‘অস্ত্র’ কি রাষ্ট্রপতি শাসন? জল্পনা বাড়িয়ে দিলেন খোদ কৈলাশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখে না বললেও, বিভিন্ন পদক্ষেপে ও বিজেপি নেতাদের আচরণে বোঝা গিয়েছিল যে, তারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে রাষ্ট্রপতি শাসন চাইছেন। রাজ্যের আইন শৃংখলার অবনতি থেকে শুরু করে খুন, সন্ত্রাস বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে মাঝেমধ্যেই রাজ্যপালের দ্বারস্থ হতে দেখা যায় বঙ্গ বিজেপিকে।

সম্প্রতি হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের আশ্চর্যজনকভাবে মৃত্যু হয়েছে। যেখানে দেখা গেছে, গলায় ফাঁস লাগিয়ে প্রয়াত হয়েছেন এই বিজেপি বিধায়ক। যার পরেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করা হয়েছে। যদিও বা রাজ্য সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেম রিপোর্টের পর দাবি করা হয়েছে, খুন নয়, বিজেপি বিধায়ক আত্মহত্যা করেছেন।

কিন্তু এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিতে বিন্দুমাত্র সুযোগ ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টি। বর্তমানে এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তারা। এবার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই ব্যাপারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন।

আর তারপরই বাইরে বেরিয়ে এসে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় যে কথা বলেন, তার পরিপ্রেক্ষিতে এখন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু কি এমন বললেন বিজেপির বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়? সূত্রের খবর, এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা বলেন, “বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্ত এবং রাষ্ট্রপতি শাসন আমরা দুটোই চাই। এই প্রশাসনের অধীনে নির্বাচন হলে তা কিছুতেই নিরপেক্ষ হতে পারে না। তাই রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে। সব জেলায় হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসছেন। এরপরে দেখতে থাকুন, অনেক সাংসদ, বিধায়ক, তৃণমূলে যাদের দমবন্ধ হয়ে আছে তারাও বিজেপিতে যোগ দেবেন। পুলিশ দিয়ে হয়ত খুন করানো যাবে, অথবা মামলায় ফাঁসিয়ে দেওয়া যাবে। এই ভয়ে এখন অনেকে তৃণমূল ছাড়তে পারছেন না।”

আর বিজেপির একজন কেন্দ্রীয় স্তরের নেতা যখন প্রকাশ্যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানোর কথা বললেন, তখন গোটা বিষয়টি কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে রাজনৈতিক মহলের কাছে। কেননা এতদিন বিজেপির পক্ষ থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা নেই বলে অভিযোগ করা হলেও, সেভাবে রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয় তারা বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার যেভাবে বিজেপি বিধায়কের মৃত্যুর পর সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর প্রকাশ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বলে জানিয়ে দিলেন কৈলাস বিজয়বর্গীয়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। তাহলে কি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? এদিন এই প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “ভিতরে ভিতরে পশ্চিমবঙ্গে আগুন চলছে। যদি বিজেপিতে যাই, আমাদের নামে মামলা দেওয়া হবে। এই ভয়ে অনেকে যোগ দিতে পারছে না। রাষ্ট্রপতি শাসন যে মুহূর্তে জারি হবে, এই সরকার যে মুহূর্তে ক্ষমতাচ্যুত হবে, অনেক নেতা, বিধায়ক, সাংসদ বিজেপিতে চলে আসবেন।”

একাংশের প্রশ্ন, কৈলাস বিজয়বর্গীয় হয়তো বা নিশ্চিত হয়ে গেছেন যে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে। তাই তিনি একথা বলে দিতে পারলেন যে, যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হবে, সেই মুহূর্তে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা বিজেপিতে যোগ দেবেন!

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষের সময়টা যাতে অত্যন্ত কঠিন হয়, এখন সেই কৌশল প্রয়োগ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এতদিন তারা রাষ্ট্রপতি শাসনের পক্ষে না থাকলেও, এবার যেভাবে 356 ধারা প্রয়োগের ব্যাপারে এক প্রকার নিশ্চিত মনোভাব পোষণ করতে দেখা গেল বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে, তাতে তৃণমূলের অস্বস্তি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এখন কৈলাস বিজয়বর্গীয় কথামত সত্যি সত্যিই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়, নাকি তৃণমূলের অস্বস্তি বাড়ানোর জন্য শাসকদলকে চাপে রাখতেই তিনি এই ধরনের মন্তব্য করলেন! তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!