এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি না তৃনমূল? চূড়ান্ত রাজনৈতিক জল্পনার মাঝেই প্রকাশ্যে এসে মুখ খুললেন শোভন চ্যাটার্জি!

বিজেপি না তৃনমূল? চূড়ান্ত রাজনৈতিক জল্পনার মাঝেই প্রকাশ্যে এসে মুখ খুললেন শোভন চ্যাটার্জি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সবথেকে বেশি বঙ্গ রাজনীতিকে এখন যে ব্যক্তিকে নিয়ে জলঘোলা হচ্ছে তিনি হলেন রাজ্যের প্রাপ্ত মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের সাথে মতানৈক্যের কারণে দীর্ঘদিনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্গ ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি। প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেল, তিনি বিজেপিতে রয়েছেন। তবে সক্রিয়ভাবে নয়, কার্যত নিষ্ক্রিয় হয়ে ঘরে বসে থেকেই সমস্ত কিছু করতে দেখা যাচ্ছে তাকে।

বিজেপিতে গিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক ভাবে ময়দানে নামবেন বলে আশা করা হলেও, সেরকম ভাবে কোনো কর্মসূচিতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে। উল্টে বারবার ঘরে বসে থেকে নিষ্ক্রিয় হওয়া শোভনবাবুর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তার ভাইফোঁটা নেওয়া, আবার কখনও বা কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিতি তার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনাকে বাড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক কালে শোভন চট্টোপাধ্যায় যে কারণে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে এসেছেন, সেই রত্না চট্টোপাধ্যায়কে শোভনবাবুর ওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে দলে ফেরানোর বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস বলে দাবি করেছিলেন একাংশ। যার পরবর্তী সময়কালে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ফিরে আসতে পারেন বলে নানা মহলে জল্পনা তৈরি হয়।

তবে এই ব্যাপারে এতদিন কিছুই বলেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী‌। অবশেষে এই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূলের একসময়কার প্রাক্তন এই হেভিওয়েট নেতা। জানা গেছে, এদিন শোভন চট্টোপাধ্যায় দাবি করেন যে, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যোগাযোগ শুরু করেছেন। কিন্তু পার্থবাবু যদি যোগাযোগ করেই থাকেন, তাহলে তার পরিপ্রেক্ষিতে কি উত্তর দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, “পার্থ চট্টোপাধ্যায় যোগাযোগের চেষ্টা করেছিলেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে সাফ জানিয়ে দিয়েছি আমার অবস্থান। বৈশাখীকে যেভাবে সরানো হয়েছে তার চাকরি থেকে, যেভাবে তার মর্যাদাহানি করা হয়েছে, কেবল আমার জন্য সেটা অনভিপ্রেত। আমার ফেরার স্বার্থে বৈশাখী সব ফিরে পাবে, তা চাইনি। এটা একেবারেই অভিপ্রেত নয়।” কিন্তু বর্তমানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শোভন চট্টোপাধ্যায়ের “মুখপাত্র” বলে অনেকে রসিকতা করে দাবি করতে শুরু করেছেন।

এদিন এই প্রসঙ্গে কড়া জবাব দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে গেলে কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের ডাকে নাকতলায় গেলে এই কথা ওঠে না। অরবিন্দ মেনন দেখা করতে এলে বৈশাখী সংবাদমাধ্যমকে কিছু বললেই যদি শোভনের মুখপাত্র করে দেওয়া হয়, তাহলে তাকে দ্বিচারিতা ছাড়া আর কি বলা যাবে।” কিন্তু তাকে নিয়ে তো জল্পনা চলছে সেদিন থেকে, যেদিন বিজেপিতে থেকেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন!

এদিন এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, “শুধুমাত্র সৌজন্যে মেনে গিয়েছিলাম। কোনো রাজনৈতিক মতবিনিময় হয়নি‌। আমার পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হয়েছিল। তবে আমি কোনো সুযোগ দিইনি রাজনৈতিক আলোচনার।” তবে বর্তমানে তিনি বিজেপি ছাড়বেন বলে নানা মহলে আলোচনা চলছে। তাহলে এই জল্পনা কতটা সত্যি?

এদিন এই প্রসঙ্গে জল্পনাকে কিছুটা জিইয়ে রেখে শোভন চট্টোপাধ্যায় বলেন, “করোনা পরিস্থিতি কেটে যাক। সব মুখোশ টেনে এনে সবকিছু বুঝিয়ে দেব। বিজেপি দলের সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি। অরবিন্দ মেনন রাজ্যে এলেই আমার বাড়িতে আসেন। আগেও বহুবার এসেছিলেন। এর মধ্যে কোনো রাজনীতি নেই।” আর এখানেই প্রশ্ন, তাহলে কি একজন বিজেপি নেতা হিসেবে অরবিন্দ মেননকে নিজের বাড়িতে গ্রহণ করেননি শোভন চট্টোপাধ্যায়! তিনি তো বিজেপির একজন হেভিওয়েট নেতা।

সেক্ষেত্রে অরবিন্দ মেননের মত যদি শীর্ষ নেতা যদি তার বাড়িতে আসেন, সেক্ষেত্রে রাজনৈতিক জল্পনা তৈরি হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু এই গোটা ব্যাপারটিকে যেভাবে ব্যক্তিগত খাতিরে নেওয়ার চেষ্টা করলেন শোভনবাবু, তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও জল্পনা তৈরি হতে শুরু করল। তাহলে কি সত্যি সত্যিই নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী! এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। ‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!